পাটনা: আজ, বুধবার বিহারে বিধানসভা নির্বাচন করণা পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের আয়োজন করার মত চ্যালেঞ্জ নিয়েছে নির্বাচন কমিশন। সেইমতো আঁটোসাঁটো নিরাপত্তা বেষ্টনীতে ফেলা হয়েছে গোটা রাজ্যকে। করোনাবিধি এবং সামাজিক দূরত্ববিধি মেনে যাতে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়, সেটাই দেখা নির্বাচন কমিশনের একমাত্র লক্ষ্য। ইতিমধ্যেই সকাল সাতটা থেকে বিহারে ভোটগ্রহণ প্রক্রিয়া বিভিন্ন বুথে বুথে শুরু হয়ে গিয়েছে।
Voting for the first phase of #BiharElections underway; visuals from a polling station in Gaya pic.twitter.com/LOlxKLX09J
— ANI (@ANI) October 28, 2020
আজ প্রথম দফায় ভোট নেওয়া হচ্ছে ৭১টি আসনে। লড়াইয়ের ময়দানে রয়েছেন ১,০৬৬ প্রার্থী। প্রতিটি বুথে ভোটার সংখ্যা সীমিত রাখা হযেছে ১০০০-১৬০০ মধ্যে। ৮০ বছরের বেশি বয়সের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হযেছে। ইভিএম স্যানিটাইজ করা হবে বারে বারে। বুথে থাকবে থার্মাল স্ক্যানার, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, জলের ব্যবস্থা। ভোটকর্মীদের জন্যে মাস্ক-গ্লাভস বাধ্যতামূলক।
আজ প্রথম দফায় ভোট দেবে রাজ্যের ২.১৪ কোটি ভোটদাতা। এদের মধ্যে ১.০১ কোটি মহিলা। এই দফায় ১,০৬৬ প্রার্থীর মধ্যে রয়েছেন। যার মধ্যে ৯৫২ জন পুরুষ ও ১১৪ জন মহিলা প্রার্থী।
এবার বিধানসভা নির্বাচনে নীতীশ কুমারকে যতটা ধাক্কা দিতে পারবেন বলে চিরাগ পাসোয়ান মনে করছেন তা ফল প্রকাশের পরই বোঝা যাবে। তবে প্রথম দফায় ৭১টি আসনের মধ্যে ৪১টি আসনে প্রার্থী দিয়েছে চিরাগ পাসোয়ানের এলজেপি। জেডিইউ লড়াই করছে ৩৫টি আসনে। জেডিইউ-র ওই ৩৫টি আসনে প্রার্থী দিয়েছে এলজেপি। বিজেপি লড়ছে ২৯টি আসনে। অন্যদিকে, আরজেডি ৪২টি আসনে প্রার্থী দিয়েছে। আর কংগ্রেস লড়ছে ২০টি আসনে। দিনের শেষে জানা যাবে কত শতাংশ ভোট প্রথম দফায় পড়েছে।