Today Trending Newsকলকাতানিউজ

আগে দিল্লী সামলান, তারপর বাংলা সামলাতে আসবেন : মুখ্যমন্ত্রী

Advertisement

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সরগরম রাজ্যের রাজনীতি। একদিকে বিজেপির নাগরিকত্ব আইনের সমর্থনে মিছিল, অন্যদিকে এনআরসি ও সিএএ বিরোধী আন্দোলনে তৃণমূলের ক্ষমতা প্রদর্শন। রাজ্য রাজনীতিতে ক্ষমতা প্রদর্শনের এই লড়াইয়ের আড়ালে লুকিয়ে রয়েছে ২০২১-এ সাফল্যের চাবিকাঠি, এমনই মত দুই শিবিরের সেনাপতিদের।

সেই লড়াইয়ে বিজেপি বিরোধী মুখ হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতায় সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় মিছিলে সামিল হন তিনি। সেখানেই বেনজির ভাবে আক্রমন করেন কেন্দ্রকে। বিজেপি নেতৃত্বকে আক্রমণ করে তিনি এদিন বলেন, ‘আগে দিল্লি সামলান, তারপর বাংলা সামলাতে আসবেন।’ একইসঙ্গে ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের ফলাফলের সূত্র টেনে তিনি জানান, ‘ঝাড়খন্ডের মানুষ যোগ্য জবাব দিয়েছেন নরেন্দ্র মোদীকে।’

আরও পড়ুন : নাগরিকত্ব আইনের প্রতিবাদে কাশি-ঘণ্টা, ঢাক-ঢোল নিয়ে ফের পথে নামলেন মমতা

বিজেপির ধর্মীয় রাজনীতির প্রসঙ্গ টেনেও এদিন বিজেপিকে আক্রমণ করেন তিনি। নিজেদের মতুয়া ভোট ব্যাংকের দিকে নজর রেখে বিজেপিকে একহাত নেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘মতুয়ারা ভারতের নাগরিক। তাদের কি আবার নাগরিক প্রমাণ করতে হবে?’ এই প্রশ্নও তোলেন তিনি। ‘ধর্মীয় রাজনীতি করছে বিজেপি’ বলে আক্রমণ করেন তিনি। বিজেপি বিভাজনের রাজনীতি করছে বলেও অভিযোগ জানান তিনি।

Related Articles

Back to top button