কলকাতানিউজ

কবে থেকে শুরু নতুন শিক্ষাবর্ষের ক্লাস? নতুন গাইডলাইন জানাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

Advertisement

কলকাতা: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক দেশজুড়ে কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলির স্নাতক ও স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস কবে থেকে শুরু হবে সেই নিয়ে বিস্তারিত গাইড লাইন দিয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল ট্যুইট করে জানান বর্তমান করোনা ভাইরাস মহামারী পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ও কলেজ গুলোতে প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়া নিয়ে একটি রিপোর্ট দেওয়া হয়েছে।

এর মধ্যে জানানো হয়েছে  ৩০ অক্টোবরের মধ্যেই ভর্তি প্রক্রিয়া শেষ করে ১ নভেম্বর থেকে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস শুরু হবে।  গাইডলাইন অনুযায়ী বলা হয়েছে ৩১ অক্টোবরের মধ্যে সব ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে।

১লা নভেম্বর থেকে শুরু করতে হবে প্রথম বর্ষের ক্লাস। এছাড়া ২০২১ সালের পয়লা মার্চ থেকে ৭  মার্চ পর্যন্ত প্রথম সেমিস্টার পরীক্ষা জন্য ছাত্র ছাত্রীদের প্রস্তুতি নেবার ছুটি দিতে হবে। ২০২১ সালের ৮  মার্চ থেকে ২৬  মার্চ পর্যন্ত প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে। সেমিস্টার ব্রেক দেওয়া হবে ২৭ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত। ৫ ই এপ্রিল থেকে শুরু হবে ইভেন সেমিস্টার এর ক্লাস।

ইভেন সেমেস্টারের পরীক্ষার প্রস্তুতির জন্য ১ অগাস্ট থেকে ৮ অগাস্ট পর্যন্ত ছুটি দেওয়া হবে ছাত্র-ছাত্রীদের। ইভেন সেমেস্টারের পরীক্ষা হবে ৯ আগস্ট থেকে ২১ অগাস্ট পর্যন্ত। ২২ অগাস্ট থেকে ২৯ অগাস্ট পর্যন্ত ইভেন সেমিস্টারের সেমিস্টার ব্রেক দেওয়া হবে । ছাত্র-ছাত্রীদের পরবর্তী শিক্ষাবর্ষ শুরু করতে হবে ৩০ অগাস্ট থেকে।

Related Articles

Back to top button