বছরের শুরু থেকেই ছুটি র সংখ্যা বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের, সরস্বতী পুজো উপলক্ষে টানা পাঁচদিন ছুটি থাকবে রাজ্য সরকারি কর্মীদের।
বৃহস্পতি ও শুক্রবার সরস্বতী পুজো উপলক্ষে ছুটি আগে থেকেই ঘোষনা করা হয়েছিল, শনি এবং রবিবার বন্ধ থাকবে সরকারি অফিস।
আরও পড়ুন : করোনা ভাইরাস আক্রান্ত হাজারের অধিক মানুষ, রাজ্যকে সতর্ক বার্তা কেন্দ্রের
এরপর অতিরিক্ত ছুটি হিসেবে বুধবার দিনও ছুটি ঘোষনা করায় পর পর পাঁচদিন। অর্থাৎ বুধবার থেকে রবিবার পর্যন্ত সপ্তাহজুড়ে ছুটি পাবে সরকারি কর্মীরা। ফলে লম্বা এই ছুটিতে সরস্বতী পুজোর আনন্দ ভালোমতোই উপভোগ করবেন সরকারি কর্মীরা।