টেক বার্তানিউজ

সরকারি প্রথা ভঙ্গ করছে ফ্লিপকার্ট এবং আমাজন, দুটি কোম্পানির বিরুদ্ধে অভিযোগ

Advertisement

বর্তমানে ভারতে অনলাইন শপিং খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এই অনলাইন শপিং অ্যাপগুলির মধ্যে অন্যতম হল ফ্লিপকার্ট এবং আমাজন। এই দুটি কোম্পানি বিভিন্ন সময়ে দারুণ দারুণ অফারের মাধ্যমে তার গ্রাহকদের খুশি করে এসেছে। তবে সম্প্রতি এই দুটি কোম্পানির বিরুদ্ধে উঠে এসেছে অভিযোগ।

সম্প্রতি কেন্দ্রীয় সরকার আমাজন ও ফ্লিপকার্ট এই দুটি ই-কমার্স কোম্পানির কাছ থেকে তাদের কিছু বিবরণ চায়। সরকার এদের কাছে তাদের ৫ জন সবচেয়ে ভালো বিক্রেতা এবং এই বিক্রেতাদের ৫ পছন্দের জিনিস এর বিবরণ চেয়ে পাঠায়। এছাড়া কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডস এর পক্ষ কিছু প্রশ্নাবলী জিজ্ঞাসা করা হয়।

CAT জানায় যে ফ্লিপকার্ট ও আমাজন এ ‘ফেস্টিভ সিজন সেল’ চালু হয়েছে যা সরকারের এফডিআই পলিসিকে ভঙ্গ করছে। এছাড়া অভিযোগ উঠে যে, এই কোম্পানী গুলি যে অফার গুলো দিচ্ছে তাতে বাজারের দাম গুলিতে মন্দা দেখা দিয়েছে। তাছাড়া সম্প্রতি বানিজ্য মন্ত্রক পীয়ূস গয়াল বলেন যে ফ্লিপকার্ট ও আমাজন এর নামে বাজার মন্দা করার মামলায় তদন্ত শুরু হয়েছে। তবে আমাজন ও ফ্লিপকার্ট থেকে এখনও পর্যন্ত এই ই-মেল এর কোনো উত্তর পাওয়া যায় নি।

Related Articles

Back to top button