ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

BUSINESS IDEA: সিমেন্টের ছাই দিয়ে ইট তৈরির ব্যবসা শুরু করুন, সাথে সাথেই হয়ে যাবেন কোটিপতি

আপনি যদি বাড়িতে বসে খুব কম টাকার মধ্যে একটি ব্যবসা শুরু করতে চান তাহলে এটাই আপনার জন্য সবথেকে বড় ব্যবসা হতে পারে

Advertisement

আপনি যদি কম টাকার মধ্যে ব্যবসা করে একটা ভালো ইনকাম করতে চান তাহলে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ ব্যবসার আইডিয়া। এটা হতে চলেছে একটা সুপারহিট ব্যবসা এবং এর মধ্যে আপনি বিপুল টাকা আয় করতে পারেন। আপনাদের জানিয়ে রাখি এই ব্যবসা হল ফ্লাই অ্যাশ নির্মিত ইটের ব্যবসা। বর্তমানে দেশে এই ধরনের নির্মাণ কার্যক্রম বেড়েছে এবং সেই কারণে এই ধরনের ইট আজকাল ব্যাপকভাবে ব্যবহার হতে শুরু করেছে। বড় বড় দালান তৈরি থেকে শুরু করে বড় বড় ভবনে বিপুল পরিমাণ বালি নুরি এবং এই ধরনের ফ্লাই অ্যাশ দিয়ে তৈরি ইটের ব্যবহার বেড়েছে। এই ইট তৈরি হয় মূলত ছাই দিয়ে। এই ইট মাটির তৈরি ইটের থেকে হালকা হয় এবং একই সাথে এগুলো হয় সস্তা।

আজকালকার দিনের সিমেন্ট এবং দিয়ে তৈরি ইটের চাহিদা দিন দিন বাড়ছে। আপনি যদি দুই লক্ষ টাকা বিনিয়োগ করে এই ব্যবসা শুরু করেন তাহলে সহজেই প্রতি মাসে ১ লক্ষ টাকা করে আয় করার সুযোগ পেয়ে যাবেন। আপনাদের জানিয়ে রাখি ফ্লাই অ্যাশ ইটগুলিকে সাধারণত সিমেন্ট দিয়ে তৈরি ইট বলা হয়। মূলত ফ্লাই অ্যাশ দিয়েই সিমেন্ট তৈরি হয় এবং এই কারণেই সিমেন্টের তৈরি ইট বলা হয় এই ফ্লাই অ্যাশ ইটকে

সিমেন্টে তৈরি ইট তৈরি করতে ছাই ফ্লাই অ্যাশ বালি এবং সিমেন্টের প্রয়োজন হয়। এছাড়া আপনি চাইলে চুন এবং জিপসামের মিশ্রণ দিয়ে ইট তৈরি করতে পারেন। এজন্য আপনার ১০০ গজ জমি লাগবে এবং কমপক্ষে দুই লক্ষ টাকা বিনিয়োগের প্রয়োজন হবে। মূলত মেশিন কেনার জন্যই বেশি টাকা লাগে এই ব্যবসার ক্ষেত্রে। এই ইট তৈরি করতে কমপক্ষে পাঁচ থেকে ছয়জনের প্রয়োজন হয়। কাদামাটি থেকে তৈরি ইটের তুলনায় ফ্লাই অ্যাশ থেকে তৈরি ইটের স্থায়িত্ব অনেক বেশি এবং এই ইট অনেক বেশি সাশ্রয়ী। দেয়ালে দুই পাশেই ভালো ফিনিশিং দিতে পারে এই ধরনের ইট। পাশাপাশি প্লাস্টারে সিমেন্টের ব্যবহার কম করতে হয়।

এই ব্যবসায় আপনি সহজেই এক মাসে এক লক্ষ ইট তৈরি করে ফেলতে পারবেন। একই সময়ে ইট তৈরি থেকে এটা সম্পূর্ণরূপে শুকোতে একমাস মত সময় লাগে। অর্থাৎ আপনাকে এক থেকে দুই মাস ধৈর্য ধরতে হবে। এরপর আপনি যদি এক মাসে ১ লক্ষ ইট বিক্রি করতে পারেন, তাহলে আপনার মাসিক আয় এক লক্ষ টাকা পর্যন্ত হয়ে যাবে। বাজারে এই ইটের দাম ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত। বর্তমানে বিভিন্ন জায়গায় এই ধরনের ইট দিয়ে কাজ চলছে। সেই কারণে এক মাসে এক লক্ষের বেশি ইট বিক্রি করতে পারবেন আপনি।

Related Articles

Back to top button