আন্তর্জাতিকদেশনিউজ

করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ GoAir-এর বিমানের

Advertisement

করাচি: মাঝ আকাশে বিপদ। জরুরি অবতরণ করানো হল বিমানকে। তবে এতে সকলে সুরক্ষিত আছে। বিমানের মধ্যে হঠাৎ এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। যার ফলে পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় GoAir-এর একটি বিমানকে।

জানা গিয়েছে, মুম্বই থেকে সৌদি আরবের রাজধানী রিয়াবের উদ্দেশ্যে একটি বিমান উড়েছিল। কিন্তু হঠাৎ বিমানের মধ্যে থাকা এক ভারতীয় যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তিনি হূদরোগে আক্রান্ত হয়ে পড়েন বলে জানা গিয়েছে। এর পরিপ্রেক্ষিতে জরুরি অবতরণ করার অনুমতি চাওয়া হয় করাচি বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে। বিমানের পাইলটের এই আবেদন মেডিকেল ইমার্জেন্সি হওয়ার কারণে হওয়ায় করাচি বিমানবন্দর কর্তৃপক্ষ বিমান অবতরণের অনুমতি দেয়।

তারপরে বিমানটিকে করাচি বিমানবন্দরে অবতরণ করানো হয়। তারপর বিমানবন্দরে কর্মরত চিকিৎসকরা ওই অসুস্থ ব্যক্তিকে দেখেন। কিন্তু তাতে কোনও লাভ হয় না। করাচি বিমানবন্দরে মৃত্যু হয় তার। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বারেলিতে থাকতেন ৩০ বছরের ওই যুবক। তার পরিবারকে খবর দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে।

Related Articles

Back to top button