দিল্লির করোনা পরিস্থিতি সামাল দিতে নতুন করে পরিকাঠামো সাজাতে উদ্যোগ কেন্দ্রের

নয়াদিল্লি: দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি দিল্লিতে করোনা পরিস্থিতি ফের একবার উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসকদের। দিল্লিতে করোনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য গতকাল, রবিবার করোনা মোকাবিলায় পরিকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল একটি বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গিয়েছে, রাজধানীতে করোনা মোকাবিলার জন্য আরও সাড়ে সাতশো বেডের ব্যবস্থা করতে চলেছে কেন্দ্র। যেখানে সবকটি থাকবে আইসিইউ বেড। এমনকি এর পাশাপাশি মেডিকেল স্টাফ ও অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা বাড়ানো হচ্ছে। বাড়ানো হবে করোনার টেস্টের সংখ্যাও। এখনও পর্যন্ত রোজ দিল্লিতে ৬০ হাজার টেস্ট হচ্ছে, যেটা এক লাখ পার করার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার।

২০ অক্টোবরের পর থেকে আচমকাই লাফিয়ে লাফিয়ে দিল্লিতে করোনার সংক্রমণ বেড়েছে। একে শীত পড়ার সঙ্গে সঙ্গেই দূষণে জর্জরিত দিল্লিবাসী। শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে সকলের। দূষণের কারণে রোজনামচার জীবন জেরবার হয়েছে দিল্লিতে। তার ওপর করোনা পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে যে, কেন্দ্র ও রাজ্য স্তরের বৈঠক করতে হয়েছে।

এই বৈঠক শেষে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বেসরকারি হাসপাতালগুলিতে বেড দেওয়ার নির্দেশ কেন্দ্রের পক্ষ থেকে নেওয়া হয়েছে। যেভাবে দিল্লিতে করোনা বাড়ছে, তাতে সেই পরিমাণ পর্যাপ্ত ব্যবস্থা হাসপাতালগুলিতে নেই। তাই আর কেন্দ্র সে ব্যাপারে হস্তক্ষেপ করে পরিকাঠামোগত পদক্ষেপ নিল বলেও দাবি করেছেন কেজরিওয়াল। এখন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ হয় কিনা, সেটাই দেখার।