দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের জের, শেষ মুহূর্তে বঙ্গসফর বাতিল অমিত শাহের
নয়াদিল্লি: কথা ছিল গতকাল, শুক্রবার (Friday) রাতেই দু’দিনের বঙ্গসফরে (Bengal Visit)আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কিন্তু এদিন বিকেলে রাজধানী দিল্লির (Delhi) ইজরায়েলি দূতাবাসে (Israel Embassy) সামনে ভয়াবহ বিস্ফোরণ সব হিসাব ওলট পালট করে দেয়। শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় অমিত শাহের বঙ্গসফর।
শুক্রবার রাতেই কলকাতায় আসার কথা ছিল শাহের। শনি ও রবিবার ছিল ঠাসা কর্মসূচি। কিন্তু শুক্রবার বিকেলে দিল্লির ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনার পর থেকেই গোটা উত্তর ভারত জুড়ে হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়। এই হামলাকে জঙ্গি হামলা বলে দাবি করে ইজারায়েল। বিজয় চক থেকে ২ কিলোমিটারেরও কম দূরত্বে এই বিস্ফোরণ ঘটেছে। যেখানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সরকারের অন্য সদস্যরা বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ফলে এই বিস্ফোরণকে একেবারেই হালকাভাবে নিচ্ছে না স্বরাষ্ট্রমন্ত্রক।
ঘটনাস্থলে এনসিজি এবং এনআইএ তদন্তে হাজির হয়। কেন্দ্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও ময়দানে নামেন। এমন পরিস্থিতির সাধারণ কার্যপ্রণালী মেনে দিল্লি বিমানবন্দর-সহ বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। হাই অ্যালার্ট জারি হয়েছে মুম্বই ও উত্তপ্রদেশ জুড়ে। রাজধানীর এই পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লি ছাড়তে চাইছেন না। দিল্লি বিস্ফোরণ নিয়ে ইতিমধ্যে তিনি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেন। তলব করেন রিপোর্ট। শেষপর্যন্ত বঙ্গসফর বাতিল করার সিদ্ধান্ত নেন শাহ।