Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মাঠ দখল করে বিজেপির অফিস, ধুন্ধুমার দুর্গাপুর

Updated :  Saturday, December 26, 2020 7:05 PM

মাঠ দখল করে পার্টি অফিস তৈরি করা হচ্ছে। এমনই অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা দুর্গাপুরের ধুনারায়। বাড়ি-গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দুর্গাপুরের ১৫ নম্বর ওয়ার্ডের ধুনারা প্লট এলাকার ঘটনা। সেখানে রয়েছে একটি খেলার মাঠ। ওই খেলার মাঠ দখল করে বিজেপির পার্টি অফিস তৈরি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। চলেছে ভাঙচুর। ঘটনায় কয়েক জন আহত হয়েছেন বলে জদানা গিয়েছে।

আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। শুক্রবার রাতে বিজেপি পার্টি অফিস ভাঙচুর পাশাপাশি এলাকার একটি ক্লাব-সহ তিনটি বাড়ি ও একটি টোটো ভাঙচুরের অভিযোগ ওঠে। অভিযোগের তির বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনা ঘিরে স্থনীয় মানুষের মনে আতঙ্ক তৈরি হয়েছে।

আরও অভিযোগ, পার্টি অফিস তৈরির সময় বাধা দেওয়ায় ক্লাব সদস্যদের মারধর করা হয়েছে। অভিযোগ ওঠে বিজেপি’র বিরুদ্ধে। ঘটনায় প্রায় ১০ জন ক্লাব সদস্য সহ এলাকাবাসী জখম হয়। ঘটনস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিস বাহিনী ও কমব্যাট ফোর্স এসে পরিস্থিতি সামাল দেয়। শনিবার সকাল থেকে এলাকায় পুলিস পিকেট বসানো হয়। ঘটনাস্থলে আসে জেলা তৃণমূলের যুব সভাপতি রুপেশ যাদব সহ কাউন্সিলাররা। পুলিস ঘটনায় অভিযুক্ত চার জন বিজেপি কর্মীকে আটক করেছে। অভিযুক্ত বিজেপি নেতাকর্মীরা এলাকা ছেড়ে পলাতক।

বিজেপি জেলা সভাপতি লক্ষণ ঘোরুই বলেন, দুটি ক্লাবের সংঘর্ষ হয়েছে এটা তৃণমূলের গোষ্ঠীদন্দ্ব। কারা গ্রেপ্তার  আমার জানা নেই খবর নিয়ে দেখতে হবে বলে জানান৷