মেয়ের জন্য শেষমেষ লোকের থেকে কথা শুনতে হল অভিনেতা অজয় দেবগনকে, জানুন কেন?

বলিউড জগতে অজয় দেবগন এবং তাঁর স্ত্রী কাজল সর্বদাই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন। তবে নতুন করে পাপারাজ্জিদের দৌলতে ইন্টারনেট সেন্সেশন হয়ে উঠছেন অজয় দেবগন এবং কাজলের কন্যা নাইসা দেবগন। এমনিতেই বলিউডের…

Avatar

বলিউড জগতে অজয় দেবগন এবং তাঁর স্ত্রী কাজল সর্বদাই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন। তবে নতুন করে পাপারাজ্জিদের দৌলতে ইন্টারনেট সেন্সেশন হয়ে উঠছেন অজয় দেবগন এবং কাজলের কন্যা নাইসা দেবগন। এমনিতেই বলিউডের স্টার কিডরা সর্বদাই লাইমলাইটে থাকেন। তেমনি বর্তমানে নাইসা বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। সোশ্যাল মিডিয়াতে তাঁর একাধিক ছবি ভাইরাল তালিকায় নাম লিখিয়েছে। এমনকি এখনও অব্দি বলিউডে কোনো কাজ করার আগেই নাইসার নামে একাধিক ফ্যানপেজ রয়েছে। মাঝেমাঝেই সৌন্দর্যের জন্য নাইসা খবরের শিরোনামে চলে আসেন।

আসলে সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয় থাকেন অজয় দেবগনের কন্যা। প্রায়ই পরিবার এবং বন্ধু-বান্ধবের সাথে সময় কাটানোর বিশেষ মুহূর্তের ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকেন তিনি। নেটদুনিয়ায় বড় সংখ্যক ফলোয়ার রয়েছে তাঁর। এমনকি অনেকেই বলে থাকেন যে কাজল কন্যার সৌন্দর্যের সামনে ফিকে হয়ে যান ঐশ্বর্য রায় বচ্চনও। তবে অতিসম্প্রতি অজয় দেবগন এবং সেইসাথে কন্যা নাইসা দেবগন খবরের শিরোনামে এসেছেন একটি ছবির জন্য। কিন্তু, এরকম কিছু ছবির জন্য নাকি অজয় দেবগন কে কথা শুনতে হচ্ছে মানুষের কাছ থেকে। তার কন্যার জন্য সাধারণ মানুষের কাছ থেকেও কটু কথা শুনছেন অজয় দেবগন এবং কাজল। কি এমন আছে সেই সব ছবিতে? জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

মেয়ের জন্য শেষমেষ লোকের থেকে কথা শুনতে হল অভিনেতা অজয় দেবগনকে, জানুন কেন?

আদতে, অজয় দেবগনের কন্যা নাইসার লেটেস্ট একটি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে উঠেছে যেখানে তাকে দেখা যাচ্ছে একেবারে ওয়েস্টার্ন ড্রেস পরে। তার পায়ের বেশ খানিকটা অংশ খোলা রয়েছে এবং ঠিক এই কারণেই তিনি বিতরকের সম্মুখীন হয়েছেন। অনেকেই মনে করছেন নাইসা দেবগন ভারতীয় রীতিনীতির সঙ্গে খুব একটা পরিচিত নন। আদতে নাইসা কখনোই কিন্তু ভারতে তেমন একটা থাকেননি এবং ভারতের রীতি নীতির সঙ্গে খুব একটা বেশি ভালো পরিচয় নেই তার।

তার পড়াশোনা প্রথম থেকেই হয়েছে বিদেশে এবং সেখানে তিনি বিদেশের স্টাইল চিরকাল ব্যবহার করে এসেছেন। কিন্তু বলতে গেলে ভারতে বিদেশের সমস্ত স্টাইল কিন্তু চলে না এবং ভারতের পোশাক-আশাকে ধরনের সঙ্গে বিদেশের পোশাক-আশাকে বেশ কিছু অসামঞ্জস্য রয়েছে। এই কারণেই হয়তো অনেকের অজয় দেবগনের কন্যার এই সমস্ত ছবি খুব একটা পছন্দ হয়নি। বর্তমানে এই সমস্ত ছবির জন্য তিনি সোশ্যাল মিডিয়াতে বেশ চর্চার মধ্যে রয়েছেন। সঙ্গেই তার পাশাপাশি চর্চার মধ্যে রয়েছেন তার বাবা অজয় দেবগন এবং মা কাজল।