Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শনিবার জল সরবরাহ বন্ধ থাকবে দক্ষিণ কলকাতার এই জায়গাগুলিতে

Updated :  Wednesday, December 16, 2020 10:12 PM

কলকাতা:  আগামী শনিবার ১৯ ডিসেম্বর দক্ষিণ কলকাতা সহ শহরতলি বিস্তীর্ণ অংশে বন্ধ থাকবে জলের পরিষেবা। গার্ডেনরিচ জল পরিশোধন প্রকল্পের ভালভ ও যান্ত্রিক ত্রুটি মেরামত করতে এই সিদ্ধান্ত নিল কলকাতা পৌরসভা।এরফলে গোটা একদিন বেহালা, রানিকুঠি, গড়ফা, কালীঘাট, চেতলা, বাঁশদ্রনী, সেনাপল্লী, লালকা, পর্ণশ্রী বুস্টার পাম্পিং স্টেশনে জল সরবরাহ বন্ধ থাকবে। বাদ যাবে না, টালিগঞ্জ, যাদবপুর, চেতলা, বেহালা, গড়িয়াহাট, কসবা, দক্ষিণ কলকাতার ইএম বাইপাস লাগোয়া ওয়ার্ডগুলিও।

গার্ডেনরিচ জল প্রকল্প থেকে থেকে জল  সরবরাহের গতি বেড়েছে। উৎপাদন বেড়েছে। ফলে প্রকল্পের সঠিক রক্ষণাবেক্ষণ জরুরি।এমটাই জানিয়েছেন জল সরবরাহ প্রকল্পের ডিজি মৈনাক মুখার্জি। শনিবার, সকালে শেষ পানীয় জল সরবরাহ হবে। তারপর গোটা দিন জল পাওয়া যাবে। রবিবার থেকে পরিষেবা স্বাভাবিক হবে। বেহালা, রানিকুঠি, গড়ফা, কালীঘাট, চেতলা, বাঁশদ্রনী, সেনাপল্লী, লালকা, পর্ণশ্রী বুস্টার পাম্পিং স্টেশনগুলো বন্ধ থাকবে। এই বুস্টার পাম্পিং স্টেশন বন্ধ থাকার জন্য বোরো ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪ সহ মহেশতলা, বেহালা টালিগঞ্জ, যাদবপুর, বজবজ এলাকায় বন্ধ থাকবে জলের পরিষেবা। গোটা একদিনই চলবে মেরামতির কাজ।