আন্তর্জাতিকনিউজ

ইতিহাসে প্রথমবার পাকিস্তানের হয়ে নিযুক্ত হয়েছেন হিন্দু যুবক

Advertisement

পাকিস্তান : রাহুল দেব, এক হিন্দু যুবক নিযুক্ত হয়েছেন পাকিস্তানের এয়ার ফোরসের পাইলট পদে। এই ঘটনা এই প্রথম ঘটল পাকিস্থানে। হিন্দু, শিখ, খ্রিস্টানরা পাকিস্তানের এয়ারফোর্সের বিভিন্নক্ষেত্রে কাজ করলেও আনুষ্ঠানিক ভাবে এই প্রথম পাইলট পদে নিযুক্ত হয়েছেন হিন্দু ব্যক্তি।

জেনারেল ডিউটি পাইলট পদে নিযুক্ত এই যুবক সিন্ধ প্রদেশের থারপরকরের বাসিন্দা। এই ঘটনায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সেখানকার হিন্দু জনতা। এই ঘটনায় নিজের খুশি ব্যক্ত করে অল পাকিস্তান হিন্দু পঞ্চায়েত সেক্রেটারি রবি দাওয়ানি জানিয়েছেন
রাহুল দেব এর মতো অনেকেই দেশের জন্য কাজ করতে ইচ্ছুক। তিনি বলেন সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই শুধু সিভিল সার্ভিস এবং সেনাবাহিনীতেই নয়, ডাক্তারদের মধ্যেও অনেকে হিন্দু কমিউনিটির অংশ। সরকার সংখ্যালঘুদের সু্যোগ দিলে ভবিষ্যতেও অনেকে দেশের হয়ে কাজ করবেন।

গোটা বিশ্বের ন্যায় পাকিস্তানেও ক্রমশ বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ হাজার। কাজ হারাতে পারে ১ কোটি ৮০ লাখ মানুষ, আশঙ্কা করা হচ্ছে, তবে এর মধ্যেও ভারতকে মুসলিমবিরোধী বলে প্রমাণ করতে সচেষ্ট পাকিস্তান, গোয়েন্দা সূত্রে উঠে এসেছে এমনটাই। ভারতবিরোধী জনমত গড়ে তোলার চেষ্টায় টুইটারে ভারত বিরোধী মন্তব্য করা হচ্ছে, ভারতের রাজনৈতিক নেতাদের বক্তব্য বিকৃত করে দেওয়া হচ্ছে। প্রচার করা হচ্ছে ভারত বিরোধী মন্তব্য এবং তার স্বপক্ষে ভুয়ো প্রমাণ দেখানো হচ্ছে।

Related Articles

Back to top button