কঙ্গনার পাশে দাঁড়ালেন কোন কোন বলিউড সেলেব, জানুন কী কী বললেন

সুশান্ত কেসে সিবিআই ও ইডি-র পাশাপাশি যখন এনসিবি যোগ হল, অর্থাৎ মাদক এঙ্গেল উঠে আসতেই বলিউডের কুইন কঙ্গনাই একমাত্র সরব হয়েছিলেন। এমনকি নিজের জীবনের অন্ধকার দিকের কথাও তুলে ধরেছিলেন অভিনেত্রী।…

Avatar

সুশান্ত কেসে সিবিআই ও ইডি-র পাশাপাশি যখন এনসিবি যোগ হল, অর্থাৎ মাদক এঙ্গেল উঠে আসতেই বলিউডের কুইন কঙ্গনাই একমাত্র সরব হয়েছিলেন। এমনকি নিজের জীবনের অন্ধকার দিকের কথাও তুলে ধরেছিলেন অভিনেত্রী। বারংবার জানিয়েছিলেন বলিউডের সঙ্গে মাদকের সংযোগের কথা। বলিউড ও নিষিদ্ধ মাদক যে একই পথের পথিক তা তিনি স্পষ্ট করে জানান। সরাসরি কয়েকজন অভিনেতা ও প্রযোজকের নাম নিয়ে জানিয়েছিলেন এঁদের রক্ত পরীক্ষা করা হোক। কিন্তু এরপরেও বলিউড চুপ। অথচ কঙ্গনার কাছে ফোনে বিভিন্ন হুমকি আসতে শুরু করে। তাতেও দমে যাননি এই অভিনেত্রী।

মুম্বাই পুলিশের ব্যর্থতা, অসহযোগিতার কথা তুলে ধরেছেন অভিনেত্রী। ঠিক এখানেই মহারাষ্ট্র সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়ে যান অভিনেত্রী। শিবসেনার একের পর এক হুঙ্কারকে চ্যালেঞ্জ জানিয়ে মুম্বাইয়ে পা রাখেন কঙ্গনা। কিন্তু এসে দেখেন তাঁর স্বপ্নের স্টুডিও যা তিনি তিলে তিলে তৈরি করেছেন তা হটাত অবৈধ বলে ভেঙ্গে তছনছ করে দেয় বিএমসি। যদিও বোম্বে হাই কোর্টের আদেশ অনুসারে এই তছনছ করার প্রক্রিয়া বন্ধ হয়। কিন্তু এখনও বেশীরভাগ সেলেব মুখে কুলুপ এঁটেছেন। তবে পাশে রয়েছেন হাতে গোনা কয়েকজন বি টাউনের সেলেব। চলুন দেখে নিই তাঁদের প্রতিক্রিয়া একের পর এক।