Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Sabyasachi-Aindrila: ক্যানসারকে হারিয়ে জয় সব্যসাচী-ঐন্দ্রিলার, কেক পাঠালেন রাজ-শুভশ্রী

Updated :  Friday, December 31, 2021 1:27 AM

অবশেষে দীর্ঘ এক বছরের লড়াই শেষ হলো সব্যসাচী ও ঐন্দ্রিলার। একবার নয় পরপর দুবার ক্যানসারকে হারাল ঐন্দ্রিলা শর্মা। আর এই দীর্ঘ লড়াইয়ের সে পাশে পেয়েছিল তার মনের মানুষ সব্যসাচী চৌধুরীকে। গত একবছরে প্রতিদিন ঐন্দ্রিলার জীবনে নিজের উপস্থিতি টের পাইয়েছেন এই অভিনেতা। সম্প্রতি তার এই দীর্ঘ লড়াই শেষ হয়েছে জয়ের সাথেই। আর তাদের সেই জয়ের সেলিব্রেশনের সঙ্গী হতেই রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী একটি কেক পাঠালেন তাদের।

এক বছর ধরে তীব্র মানসিক ও শারীরিক যন্ত্রণার অবসান ঘটেছে। দাঁতে দাঁত চিপে লড়াই করে গিয়েছেন ঐন্দ্রিলা শর্মা। সম্প্রতি ঐন্দ্রিলার শেষ কেমোথেরাপির কথা নিজেই জানিয়েছিলেন সব্যসাচী। এবং বর্তমানে ছোটপর্দার এই অভিনেত্রীর সুস্থ থাকার কথাও সকলকে জানিয়েছেন তিনি। বুধবারই শেষ কেমোথেরাপি ছিল অভিনেত্রীর। একথা জানার পর রীতিমত সেলিব্রেশনের মুডে রয়েছেন সকলে।

ঐন্দ্রিলাকে এই জয়ের জন্য অভিনন্দন জানাতেই একটি সুন্দর কেক পাঠিয়েছেন রাজ-শুভশ্রী। মা-বাবা, দিদি ও সব্যসাচীর উপস্থিতিতেই এই দিনটাকে সেলিব্রেট করেছেন অভিনেত্রী। কেক কেটে সকালকে নিজের হাতে খাইয়েও দিয়েছেন অভিনেত্রী। সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ারও করে নিয়েছেন সকলের সাথে। এমনকি ভিডিওর মাধ্যমে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীকে এই সুন্দর কেকটি পাঠানোর জন্য ধন্যবাদও দিয়েছেন তিনি।

এদিন অভিনেত্রীর বাবা-মা রাজ-শুভশ্রী ও তাদের ছেলে ইউভানকে তাদের জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন এবং আশীর্বাদ করেছেন। অন্যদিকে রাজ চক্রবর্তীর কথায় সব্যসাচী চৌধুরী ও ঐন্দ্রিলা শর্মার প্রতি আজীবন শ্রদ্ধা ও ভালোবাসা থাকবে তার এবং তার পরিবারের।