দেশনিউজ

উত্তরাখণ্ডের জঙ্গলে ভয়াবহ আগুন, বহু পশু পাখির মৃত্যুর আশঙ্কা

Advertisement

ফের উত্তরাখণ্ডের জঙ্গলে আগুন লাগার ঘটনা ঘটলো। শেষ চারদিনে পরপর চারটি আলাদা আলাদা জায়গাতে আগুন লেগেছে। এই নিয়ে উত্তরাখণ্ডের জঙ্গলে ২০ টি আলাদা আলাদা জায়গাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই আগুন লাগার ফলে তাপমাত্রাও ক্রমশ বাড়ছে। দাবানলের ফলে জঙ্গলে আগুন লেগেছে। এই আগুন লাগার ফলে মানুষের মধ্যে চিন্তার সৃষ্টি হয়েছে। এদিকে হাওয়া বইছে, ফলে দ্রুত আগুন ছড়াচ্ছে।

এই জঙ্গলে প্রচুর পশু পাখির বাস। সারা ভারতে যত প্রজাতির পাখি পাওয়া যায়, তার মধ্যে বেশিরভাগ পাখিই এখানে পাওয়া যায়। এই জঙ্গল থেকে সারাবছর  প্রায় ১লক্ষ কোটি টাকার ব্যবসা-বাণিজ্য হয়। পাহাড়ের সমস্ত অর্থনৈতিক কাজ কর্ম এই অরণ্যের মাধ্যমেই চলে।

বোন বিভাগের কর্মী জানিয়েছেন যে প্রচন্ড হাওয়া বইছে ফলে ৫-৬ হেক্টর জমির জঙ্গল দ্রুত পুড়ে গেছে। দমকল এনে সমস্ত কিছু ঠিক করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

Related Articles

Back to top button