Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

করোনায় আক্রান্ত হলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেল

Updated :  Friday, September 18, 2020 5:30 PM

এবার করোনা ভাইরাসের কবলে পড়লেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেল। তাঁর মধ্যে কোনও উপসর্গ নেই কিন্তু আজই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এর মধ্যে বাইপাস সার্জারিও হয়েছে এবং বেশ কিছুদিন ধরেই তিনি প্রস্টেট ক্যানসারেও ভুগছেন। গতকালই হাসপাতাল থেকে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন অমিত শাহ, তার মধ্যেই আবার করোনা আক্রান্ত হলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেল।

৯২ বছর বয়সি কেশুভাই প্যাটেলের সিটি স্ক্যান করা হয়েছে এবং তাঁর আরটি-পিসিআর পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। তবে এখনো মেলেনি সেই রিপোর্ট।

তিনি জানিয়েছেন, “বর্তমানে তাঁক কোনও উপসর্গ নেই। তবে যেহেতু তাঁর বাইপাস সার্জারি হয়েছে এবং প্রস্টেট ক্যানসার আছে, তাই উদ্বেগ রয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করার ব্যাপারে আমরা ভাবনাচিন্তা করছি”।