Today Trending Newsনিউজরাজ্য

এবার স্বস্তির নিঃশ্বাস অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের, খুশির খবর শোনাল মমতা সরকার

Advertisement

এবার স্বস্তির খবর অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য। এবার পেনশন বাড়তে চলছে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে রাজ্যের যেসব স্কুল আছে সেই সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বেতন ইতিমধ্যেই বেড়েছে। বাকি ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা। এবার তাদেরও পেনশন ২৫-৩০% বাড়ানো হলো।

গত ১৪ ফেব্রুয়ারি গত ১৪ ফেব্রুয়ারি অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের বর্ধিত পেনশন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। এরপর সেই বিজ্ঞাপ্তি বৃহস্পতিবার ওয়েবসাইটে দেওয়া হয়েছে। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে এরপর রাজ্যের প্রাথমিক, উচ্চ-প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলির অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য নতুন পেনশন ও অন্যান্য সুযোগ-সুবিধা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুলশিক্ষা দপ্তর।

আরও পড়ুন : শহিদ মিনারে সভায় জটিলতা, আদালতে যাওয়ার ভাবনা বিজেপির

এর আগেই রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ক্ষেত্রে বর্ধিত পেনশনের বিজ্ঞপ্তি জারি হয়েছে। চিন্তায় ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা। এখন তাদের স্বস্তি। দু’টি ভাগে প্রকাশিত হয়েছে নয়া বিজ্ঞাপ্তি। একটি হল, যেসমস্ত শিক্ষক শিক্ষিকা ২০১৬ সালের আগে অবসর নিয়েছেন তাদের ৩০ শতাংশ পেনশন বাড়বে। দ্বিতীয় বিজ্ঞাপ্তিতে ২০১৬ সালের ১ জানুয়ারীর পরে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের ২৫ শতাংশ পেনসন বাড়বে বলে ওয়েবসাইটে ঘোষণা করেছে রাজ্য সরকার।

Related Articles

Back to top button