দেশে করোনাভাইরাস সংক্রমণে মৃত্যু হলো আরও একজনের। ৭২ বছর বয়সী ওই ব্যাক্তির বাড়ি পাঞ্জাবে। জানা গেছে তিনি জার্মানি থেকে ইতালি হয়ে ভারতে ফিরেছিলেন। প্রচন্ড বুকে ব্যথা নিয়ে পাঞ্জাবের নওয়ানশহরের একটি হাসপাতালে ভর্তি হলে সেখানে মৃত্যু হয় তার। যদিও তার মৃত্যু আগেই হয়েছে তবে শারীরিক পরীক্ষার পর তার শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।বৃহস্পতিবার পাওয়া রিপোর্টে এমনটাই জানা গেছে।
এই নিয়ে চতুর্থ মৃত্যু হলো ভারতে। এর আগে কর্ণাটক, দিল্লী ও মহারাষ্ট্রে মোট তিন জনের মৃত্যু হয়েছে।
এখনো পর্যন্ত এই ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়েছে শতাধিক মানুষ। গবেষকদের একাংশ আশঙ্কা করছেন যে, আগামী দিনে পরিস্থিতি আরও খারাপ হবে। এই ভাইরাসের দ্বারা কমিউনিটি ট্রান্সমিশন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে এতে সহমত নন, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব। ভারতে এখনও কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়নি বলে দাবী করছেন তিনি।
যখন কোনো ব্যাক্তি কোনও দেশে না গিয়ে বা করোনা আক্রান্ত কারোর সংস্পর্শে না আসা সত্ত্বেও আক্রান্ত হন তখন তাকে বলা হয় কমিউনিটি ট্রান্সমিশন। এর মাধ্যমে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতি সবচেয়ে ভয়ের।














Ty Murray Net Worth Hits $6 Million — The Rodeo King’s Success Story Explained