Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দীর্ঘ চার দশক পর আজ অবসর নিতে চলেছে বায়ুসেনার প্রিয় যুদ্ধবিমান মিগ-২৭

Updated :  Friday, December 27, 2019 11:53 AM

অবসর নিতে চলেছে ১৯৯৯ এর কার্গিল যুদ্ধ জেতানো ভারতীয় বায়ুসেনার বিমান মিগ-২৭। দীর্ঘ চার দশক ব্যবহারের পর এই যুদ্ধ বিমানটি অবসর নিচ্ছে বায়ুসেনা থেকে। আজ অর্থাৎ শুক্রবার শেষ বারের মতো যোধপুরের এয়ারফোর্সের এয়ারবেস থেকে উড়বে মিগ-২৭। বিখ্যাত এই যুদ্ধ বিমানটি গত চার দশক ধরে IAF এর মেরুদন্ড ছিল।

গতকাল বায়ুসেনার এক মুখপত্র টুইট করে জানিয়েছেন, ‘ভারতীয় বায়ুসেনার সুইং উইং ফাইটার এয়ারক্রাফট মিগ-২৭ আগামী শুক্রবার রাজস্থানের যোধপুর এয়ারবেস থেকে শেষবারের মতো উড়বে। এটি শেষবারের মতো চালাবেন করবেন এয়ার মার্শাল এস কে ঘোটিয়া।’

আরও পড়ুন : ভারতীয় সেনাবাহিনীতে নতুন পদ, আমেরিকার মতো ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ পেল ভারত

১৯৯৯ সালে কার্গিল যুদ্ধ চলাকালীন এই যুদ্ধ বিমানটি পাক সেনাদের ঘাঁটি সফল ভাবে ধ্বংস করেছিল। বায়ুসেনার কাছে এই বিমানটি ছিল অত্যন্ত প্রিয়। তারা মিগ-২৭ এর নাম দিয়েছিল ‘বাহাদুর’। শুধু কার্গিল যুদ্ধই নয়, যেকোনো যুদ্ধেই সফলতার সাথে ব্যবহার হয়েছে এই মিগ-২৭। এবার সেই যুদ্ধবিমান টিকেই অবসরে যেতে হচ্ছে।

বায়ুসেনার এক অফিসার বলছিলেন, ‘পৃথিবীর কোন দেশই আজকের দিনে আর মিগ-২৭ ব্যবহার করে না। ভারতের হাতে যে মিগ-২৭ বিমান গুলো ছিল সেগুলো সবই ২০০৬ এর আপডেটেড ভার্সন।’ মিগ-২৭ কে এরপর সংগ্রহশালায় রাখা হবে বলে জানান তিনি। আটের দশকে ভারতীয় এয়ারফোর্সের হাতে আসা এই বিমান সেইসময় নির্ভুল লক্ষ্যে বোমা ফেলতে পারতো। আকাশ থেকে আক্রমণে বিশেষ দক্ষতা ছিল এই বিমানের। কিনজ সময়ের সঙ্গে সঙ্গে কমেছে দক্ষতা, এবার অবসরে চলে যাচ্ছে বায়ুসেনার প্রিয় ‘বাহাদুর’।