কলকাতা: করোনা পরিস্থিতি এখনও কাটেনি। কবে কাটবে তাও কেউ জানে না। এমন অবস্থায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবেও মানুষ খুব একটা বারমুখী হয়নি। উল্টে ঘরবন্দি থাকতেই দেখা গিয়েছে বেশিরভাগ মানুষদের। আতঙ্কে কার্যত দিন কাটাচ্ছে গোটা দেশ। এমন পরিস্থিতিতে পর্বত জয়ের জন্য বেরিয়ে পড়তে চলেছেন চার বাঙালি পর্বতারোহী।
যেখানে প্রথম থেকে বলা হয়েছে ঠান্ডায় করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল, সেখানে পাহাড় জয়ের মত দুঃসাহস দেখানোটা মোটেই সহজ নয়। তবুও অ্যাডভেঞ্চারের নেশা কি আর করোনার ভয় চুপ করে থাকতে পারে? তাই তল্পিতল্পা গুটিয়ে চার বাঙালি পর্বতারোহী পর্বত জয় করতে চলেছেন। যদিও এক্ষেত্রে অনেক বিধি-নিষেধ, বাধা-বিপত্তি এবং নিয়মের ঘেরাটোপ রয়েছে।
কিন্তু সমস্ত বাধা-বিপত্তিকে টপকে, নিয়মের ঘেরাটোপ মেনেই নিউ নর্ম্যাল পরিস্থিতিতে প্রথম করোনা আবহে পর্বত জয়ের কাহিনি লিখতে চলেছেন এই চার বাঙালি। বিস্তর কাঠখড় পুড়িয়ে চার বাঙালি পর্বোতারোহী সত্যরূপ সিদ্ধান্ত, মলয় মুখোপাধ্যায়, দেবাশিস বিশ্বাস এবং কিরণ পাত্র জোগাড় করেছেন নেপালের ‘আমা দেবলাম’ শৃঙ্গ জয়ের ছাড়পত্র। আগামিকাল, রবিবার তাঁরা রওনা হচ্ছেন। কোভিড আবহে ‘আমা দেবলাম’ জয় করা নেহাৎ সহজ নয়। কিন্তু এমন দুর্গম শৃঙ্গ জয় করার চ্যালেঞ্জ নিতে তাঁরা সব সময় প্রস্তুত। তাই ঝুঁকি আছে মেনে নিয়েও তাঁরা কোমর বাঁধছেন আবার বেড়িয়ে পড়ার উত্তেজনা নিয়ে।
তবে অনুমতি পেলেও অনেক আরও নিয়মের বেড়াজাল রয়েছে। জানা গিয়েছে, এই চার বাঙালি পর্বতারোহীকে আরটিপিসিআর পরীক্ষার মাধ্যমে নিজেদেরকে করোনামুক্ত প্রমাণ করতে হবে। এর পাশাপাশি নিজেদের নামে বিমা করাতে হবে। তারপরেই পর্বত জয়ের সবুজ সঙ্কেত পাওয়া যাবে বলে জানা গিয়েছে। আর কোভিড পরিস্থিতি এবং লকডাউনের জেরে তাঁদের এই সামিটই হতে চলেছে কোভিডোত্তর পরিস্থিতিতে প্রথম পর্বোতারোহণের কাহিনি।