দেশনিউজ

ভূ-স্বর্গে জোড়া এনকাউন্টারে খতম চার জঙ্গি, কেরল সেক্টর থেকে উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র

Advertisement

শ্রীনগর: ফের উত্তপ্ত উপত্যকা। লাদাখে যখন ভারত-চিন সীমান্তে উত্তেজনা অব্যাহত, ঠিক তখনই বারবার উত্তপ্ত হয়ে উঠছে ভূস্বর্গ। এমনকি এই উত্তপ্তের ঘটনায় শহীদ হয়েছেন সিআরপিএফ জওয়ানরা। আর এবার আজ, শনিবার আরও একবার কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। এদিন উপত্যকায় জোড়া এনকাউন্টার চালায় ভারতীয় সেনা। আর সেনা-জঙ্গির এই লড়াইয়ে খতম হয়েছে চার জঙ্গি।

গোপন সূত্রে খবর পেয়ে ভারতের নিরাপত্তা বাহিনী কুলগামের চিনগাম এলাকায় খোঁজ চালায়। একটি সন্দেহজনক বাড়িকে ঘিরে ফেলা হয়। তবে নিরাপত্তা বাহিনীর হাতে ধরা দিতে না চেয়ে এলোপাথারি গুলি চালাতে শুরু করে বাড়ির মধ্যে থাকা জঙ্গিরা। পাল্টা জবাব দিতে পিছপা হয় না নিরাপত্তা বাহিনীও। বেশ কিছুক্ষণ এই গুলি চলে। আর তাতেই খতম হয়েছে দুই জঙ্গি। গোটা বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে পুলওয়ামার ডাডুরা এলাকায় এক পৃথক সংঘর্ষে নিহত হয় আরও দুই জঙ্গি। এদের থেকে প্রচুর পরিমাণে অস্ত্র-শস্ত্র এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, কেরল সেক্টরে বড় অস্ত্র পাচারের পরিকল্পনাকে ভেস্তে দিয়েছে ভারতীয় সেনা। সেখানেও প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে। সব মিলিয়ে জম্মু-কাশ্মীরের উত্তেজনার পারদ তুঙ্গে, তা বলাই যায়।

Related Articles

Back to top button