Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Aadhaar Card Update: বাড়ল আধার আপডেটের সময়সীমা, আপডেট না করলে বন্ধ হতে পারে এই সরকারি সুবিধা

Updated :  Wednesday, June 18, 2025 4:57 PM
aadhaar card

দেশের নাগরিকদের আধার তথ্য আপডেট করার সুবিধা আরও এক বছরের জন্য বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিল UIDAI (ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া)। ১৪ জুন ২০২৬ পর্যন্ত অনলাইনে কোনও চার্জ ছাড়াই আধার কার্ডে ঠিকানা বা অন্যান্য তথ্য সংশোধন করা যাবে। এই উদ্যোগে উপকৃত হবেন কোটি কোটি মানুষ। তবে সতর্কবার্তাও আছে—যদি এখনও আধারে ই-কেওয়াইসি (e-KYC) বা ঠিকানা ঠিক না করা হয়, তবে বন্ধ হয়ে যেতে পারে গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের সুবিধা।

বর্তমানে কেন্দ্র ও রাজ্যের বেশ কিছু প্রকল্পে আধার বাধ্যতামূলক। রেশন, গ্যাস ভর্তুকি, বৃত্তি, কৃষি ঋণ বা পেনশনের মতো সুবিধা পেতে আধার তথ্য সঠিক এবং আপডেট থাকা আবশ্যক। তাই এখনই আধার আপডেট না করলে ভবিষ্যতে বড় ক্ষতির মুখে পড়তে হতে পারে।

কোন কোন প্রকল্পে আধার আপডেট না থাকলে সমস্যা?

১. রেশন কার্ড: এনএফএসএ-এর অধীনে সস্তায় চাল-আটা পেতে আধার ও মোবাইল নম্বর ঠিক থাকতে হবে, না হলে OTP না আসার সমস্যা হতে পারে।
২. এলপিজি ভর্তুকি: আধার ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক না থাকলে গ্যাস সিলিন্ডারের পুরো দাম দিতে হবে, কোনও ভর্তুকি মিলবে না।
৩. কৃষকদের কিষাণ যোজনা ও কিষাণ ক্রেডিট কার্ড: আধার ও ব্যাঙ্ক লিঙ্কিং না থাকলে কৃষি ঋণ বা ভর্তুকির টাকা বন্ধ হয়ে যেতে পারে।
৪. মনরেগা কর্মীদের মজুরি: নাম বা তথ্যের অমিল থাকলে পেমেন্ট আটকে যেতে পারে।
৫. ছাত্র-ছাত্রীদের বৃত্তি ও DBT স্কলারশিপ: আধার ঠিক না থাকলে টাকা জমা বন্ধ হয়ে যেতে পারে।

আধার আপডেট করার সহজ অনলাইন পদ্ধতি কী?

UIDAI-এর অফিসিয়াল পোর্টাল myaadhaar.uidai.gov.in-এ গিয়ে লগইন করতে হবে আধার নম্বর ও OTP-এর মাধ্যমে। এরপর ‘আধার আপডেট’ অপশনে ক্লিক করে নতুন ঠিকানা বা তথ্য পূরণ করতে হবে। বৈধ ঠিকানার প্রমাণ (যেমন বিদ্যুৎ বিল, পাসপোর্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট) আপলোড করে সাবমিট করলেই আপডেটের কাজ শুরু হয়ে যাবে।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

১. আধার আপডেটের জন্য কোনও টাকা লাগে?
না, অনলাইনে আপডেট করলে ১৪ জুন ২০২৬ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে।

২. আমি যদি এখন আধার আপডেট না করি, তাহলে কী সমস্যা হতে পারে?
বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা, যেমন ভর্তুকি, পেনশন, বা স্কলারশিপ বন্ধ হয়ে যেতে পারে।

৩. আধার আপডেট করতে কী কী ডকুমেন্ট লাগে?
ঠিকানা প্রমাণ হিসাবে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ভোটার কার্ড বা পাসপোর্ট লাগতে পারে।

৪. মোবাইল নম্বর রেজিস্টার না থাকলে কি আপডেট করা যাবে?
না, OTP যাচাইয়ের জন্য রেজিস্টার্ড মোবাইল নম্বর থাকা বাধ্যতামূলক।

৫. আমি কিভাবে জানব যে আমার আপডেট সফল হয়েছে?
UIDAI-এর তরফে এসএমএসের মাধ্যমে আপডেট স্টেটাস জানানো হয়।