Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মহিলাদের জন্য নিখরচায় বাস পরিষেবা, অভিনব উদ্যোগ দিল্লি সরকারের

Updated :  Tuesday, October 29, 2019 12:38 PM

দিল্লি : ভাইফোঁটায় দিল্লির বোনেদের প্রতি দাদা হিসেবে মুখ্যমন্ত্রীর উপহার। দিল্লির বুকে মহিলাদের জন্য মিলবে নিখরচায় বাসের পরিষেবা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক ঘোষণায় একথা জানিয়েছেন। আজ ভাইফোঁটার দিনে এই পরিষেবার সূচনা করবেন দিল্লির মুখ্যমন্ত্রী। একই সাথে মহিলাদের নিরাপত্তার স্বার্থে বাসে মার্শাল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেজরিওয়াল সরকার।

জানা গেছে, দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনের (ডিটিসি) অধীনে থাকা বাসে এই পরিষেবা পাওয়া যাবে। তবে এর জন্য একটি বিশেষ ধরনের ‘গোলাপি টিকিট’ সংগ্রহ করতে হবে যাত্রীদের। ডিটিসি জানিয়েছে, প্রতিদিন দিল্লিতে বাসে যাতায়াত করা ৪.৪ মিলিয়ন যাত্রীর মধ্যে প্রায় ৩৫ শতাংশ মহিলা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গতকাল এক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘মঙ্গলবার ভাইফোঁটার দিন দিল্লিতে মহিলাদের নিখরচায় বাস পরিষেবার সূচনা করবে আপ সরকার। একই সাথে মহিলাদের সুরক্ষায় নিয়োগ করা হবে মার্শাল।’ আপ এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন দিল্লিবাসী।