নিউজদেশ

আর বিনামূল্যে মিলবে না রেশন, কত টাকা লাগবে চাল ও গমের জন্য?

কার্ডপিছু প্রতিমাসে সব মিলিয়ে ৩৫ কিলোগ্রাম রেশন মিলবে

Advertisement

কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরেই রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন দিচ্ছে। বিশেষ করে করোনার কয়েকটি ঢেউয়ের তরঙ্গ সামলাতে প্রত্যেকটি রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারগুলি। প্রায় প্রত্যেকটি রাজ্যেই বিনামূল্যে পাওয়া যাচ্ছিল গম এবং চাল। কিন্তু রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার আওতায় এবার উত্তরপ্রদেশের কার্ডধারীদের গম এবং চালের জন্য টাকা দিতে হবে। সেজন্য নির্দিষ্ট দর ইতিমধ্যেই নির্ধারিত করা হয়েছে। কত টাকা দাম দিয়ে চাল এবং গম কিনতে হবে, জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

জানা গিয়েছে, উত্তরপ্রদেশে আর বিনামূল্যে রেশন থেকে চাল এবং গম পাওয়া যাবে না। রেশন দোকানে প্রতি কেজি গমের জন্য ২ টাকা দিতে হবে এবং চালের জন্য দিতে হবে ৩ টাকা। কিন্তু যারা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় রেশন পান, তাঁরা আগামী সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যেই রেশন পাবেন। এছাড়াও জানা গিয়েছে, আগামী ৩১ আগস্ট পর্যন্ত রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার আওতায় জুলাইয়ের রেশন বন্টন করা হবে। সেক্ষেত্রে অন্ত্যোদয় রেশন কার্ড থাকা মানুষেরা ১৪ কিলোগ্রাম গম এবং ২১ কিলোগ্রাম চাল পাবেন। অর্থাৎ কার্ডপিছু ৩৫ কিলোগ্রাম রেশন মিলবে।

তবে সূত্র মারফত জানা গিয়েছে যে মুদ্দাস্ফীতি এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের বিরাট মূল্যবৃদ্ধির কথা ভেবে সরকার আগামী ৩০ সেপ্টেম্বরের পরও দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যের রেশন প্রদানের কর্মসূচি চালিয়ে যাবে। ৩-৬ মাস সেই কর্মসূচি চলতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, সরকার এখন অযোগ্য রেশনধারীদের তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছেন। যাদের ১০০ স্কোয়ার মিটারের বেশি প্লট বা ফ্ল্যাট বা বাড়ি আছে অথবা যাদের চার চাকার গাড়ি ট্রাক্টর অথবা গ্রামের মধ্যে দু লাখ টাকা প্রতি বছরে ইনকাম (শহরের ক্ষেত্রে ৩ লাখ) রয়েছে অথবা যাদের আর্ম লাইসেন্স রয়েছে তারা এই রেশন কার্ড প্রকল্পের জন্য অযোগ্য।

Related Articles

Back to top button