সাপের এক অন্যতম প্রিয় খাদ্য হলো ব্যাঙ। একটি আস্ত ব্যাঙকে কপাৎ করে মুখের মধ্যে নিয়েই গিলে ফেলা এই হচ্ছে সাপের ধর্ম। কিন্তু বিষয়টি যদি একেবারে উল্টে যায়। তাহলে কি রকম দেখতে হবে?
এই ভিডিওটি এমনটাই বলছে। পুরো ঘটনাটাই একেবারে উল্টে গেছে। একটা সবুজ রঙের বড় ব্যাঙের মুখে গোগ্রাসে ঢুকে পড়ছে একটি সাপ। ঢুকে পড়ছে না ব্যাঙটি সেটিকে গিলে খেয়ে নিচ্ছে। একটি সবুজ রঙের ব্যাঙ গোগ্রাসে গিলে খেয়ে নিয়েছে আস্ত সাপকে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথেই রীতিমতো ভাইরাল হয়েছে আর হবে নাই বা কেন এই ভিডিওটি যে একেবারে উল্টো কথা বলছে। অর্থাৎ খাদ্য ও খাদকের সম্পর্কটাকে একেবারে উল্টো দিয়েছে এই ভিডিওর ঘটনাটি। গোটা পৃথিবীতে সবকিছু যে নিয়ম মতন হবে এমনটা নয়। উল্টোও হতে পারে। ভিডিওটি সকলে দেখে একটু অবাকই হয়েছেন। আসলে এমন ঘটনা তো সচরাচর দেখা যায় না।