আজ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে সোমবার থেকে পাড়ায় পাড়ায় ছোট দোকান খোলা যাবে। এই দোকান খোলা রাখা যাবে কেবলমাত্র গ্রিন জোনগুলিতে। তবে মার্কেট কমপ্লেক্সের দোকান খোলা যাবে না। শুধুমাত্র পাড়ার ছোট দোকানগিলি খোলা রাখা যাবে। সোমবার থেকেই পাড়ায়-পাড়ায় বই, রং, পানের দোকান, মোবাইল রিচার্জের দোকান, ব্যাটারির দোকান, লন্ড্রী, হার্ডওয়ার এগুলি খোলা যাবে।
এই দোকান খোলার ক্ষেত্রে অবশ্যই মুখে মাস্ক পরে থাকতে হবে, তার সাথে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।কিন্তু ফুটপাতে হকাররা এখনই বসতে পারবেন না বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর জমায়েত একদম করা যাবে না। মুখ্যমন্ত্রী বলেছেন যে কোনো সেলুন এখন খোলা যাবে না। কারণ সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা যাই না। কেন্দ্রের পক্ষ থেকেও সবুজ সংকেত আসেনি তাই এখন সেলুন খোলা যাবে না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী আজ এটাও বলেছেন রাজ্যের করোনা পরিস্থিতির অবনতি ঘটলে আবার সিদ্ধান্ত বদল হতে পারে। আর রাজ্য সরকার কেন্দ্রের কাছে দোকান খোলা নিয়ে একটি সুস্পষ্ট নির্দেশিকা চেয়েছে। তবে এই সমস্ত কিছুই হবে টাস্ক ফোর্সের সুপারিশ মেনে। টাস্ক ফোর্স সমস্ত কিছু ঠিক ভাবে বিচার বিবেচনা করলেই সোমবার থেকে গ্রিন জোনগুলিতে পাড়ায় পাড়ায় ছোট দোকানগুলি খোলা যাবে।