Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

এবার থেকে দু’লক্ষ টাকা দিলেই মিলবে রেশনের ডিলারশিপ, জারি নয়া নির্দেশিকা

Updated :  Friday, February 12, 2021 1:30 PM

কলকাতা: জারি হল রেশন (Ration) ডিলারশিপ পাওয়ার নয়া নির্দেশিকা (Guidelines)। রেশনের ডিলারশিপ পাওয়ার পুরোন নিয়ম বদল হবে এবং জারি হবে নতুন নিয়ম পদ্ধতি, তা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দু লক্ষ টাকা জমা দিলেই ডিলেরশিপ পাওয়ার নতুন নির্দেশিকা জারি হয়েছে গতকাল, বৃহস্পতিবার (Thursday)। বদল করা হল পুনর্নবীকরণের নিয়মও।

সম্প্রতি নেতাজি ইন্ডোরে রেশন ডিলারদের সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বন্ধ করা হয়েছে রেশন দোকানের লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে একাধিক নিয়ম। সেদিনই তিনি ঘোষণা করেন, এখন থেকে ৫ লক্ষ এর জায়গায় কেবল ২ লক্ষ টাকা মূলধন জমা দিলেই মিলবে লাইসেন্স রেশন দোকানের। রিলেশনের লাইসেন্স প্রতিবছর পুনর্নবীকরণ করাতে হত, তা বদল করে তিন বছর অন্তর পুনর্নবীকরণ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, পূর্বের নির্দেশিকা অনুযায়ী কোন ডিলার মারা গেলে তার ডিলারশিপ নষ্ট হয়ে যেত এবং তার পরিবারের কেউ ডিলারশিপ চাইলেও তা নতুন করে আবেদন করতে হতো। বদল করা হলো এই নিয়মও। এখন থেকে কোন ডিলার এর মৃত্যু হলে তার পরিবারকে নতুন করে আবেদন করতে হবে না, পাবেন মৃত ব্যক্তির ডিলারশিপই। এর সাথে অগ্রাধিকার পাবেন ডিলারের স্ত্রী এবং বিধবা কিংবা ডিভোর্স হওয়া মেয়ে। কোভিডকালে রেশনই ছিল পরিস্থিতি মোকাবেলায় সরকারের অন্যতম হাতিয়ার। কোভিড পরিস্থিতি স্থিতিশীল হলেও এই হাতিয়ারকেই নতুনভাবে ধার দিলেন মানণীয় মুখ্যমন্ত্রী।