Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মধ্যবিত্তদের জন্য খারাপ খবর! এই মাস থেকে দাম বাড়ল রান্নার গ্যাসের! জেনে নিন কত টাকা বাড়ল!

Updated :  Tuesday, October 1, 2019 1:24 PM

পূজার দিন দুয়েক আগে আবারও ধাক্কা মধ্যবিত্তের হেঁশেলে। গত মাসের পর এবার আবারও একবার বাড়ছে রান্নার গ্যাসের দাম। গত মাসেই ১ লা সেপ্টেম্বর বেড়েছিল রান্নার গ্যাসের দাম, এবার আবার ১ লা অক্টোবর মধ্যবিত্তের কপালের ভাঁজ চওড়া করে এক ধাক্কায় প্রায় ১৫ টাকা দাম বাড়লো এলপিজি গ্যাসের। আজ মহাতৃতীয়া থেকে ভর্তুকিহীন এলপিজি গ্যাসের দাম ১৫ টাকা বৃদ্ধি পাচ্ছে।

আজ, ১ লা অক্টোবর, মঙ্গলবার থেকে কলকাতায় ১৪.২ কেজির ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম প্রায় ১৫ টাকা বেড়ে হলো ৬৩০ টাকা। শুধু তাই নয়, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দামও এদিন ২৫ টাকা বেড়ে হয়েছে ১১৩৯.৫০ টাকা। আবার, মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়েছে ভর্তুকি নিয়ে সৃষ্টি হওয়া ধোঁয়াশা।

গত আগস্ট ও সেপ্টেম্বর মাসের মতোই এবারও গ্রাহকের প্রাপ্য ভর্তুকির পরিমাণ নিয়ে এদিন কোন স্পষ্ট ঘোষণা করেনি রাষ্ট্রায়ত্ব তেল সংস্থাগুলো। পূজার আগে আবারও গ্যাসের দাম বৃদ্ধিতে ক্ষোভের সঞ্চার ঘটেছে মধ্যবিত্তের পরিবারে। বিরোধী দলগুলিও এই নিয়ে বিজেপি সরকারের বিরোধিতায় সরব হয়েছে।