নিউজব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

দেশের ২২ কোটি মানুষ বিনামূল্যে রান্নার গ্যাস পেয়েছেন, জেনেনিন আপনিও কিভাবে পাবেন

Advertisement

লকডাউন ঘোষণা হবার পরেই দেশের সাধারণ দরিদ্র মানুষদের সুবিধার্থে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ১.৭০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করে কেন্দ্র। সেখানে নানা ধরণের প্রকল্পের ঘোষণা করা হয়। যার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে বিপিএল-র অন্তর্ভুক্ত মহিলাদের আগামী ৩ মাসের জন্য ৩ টি রান্নার গ্যাস বিনামূল্যে দেওয়া হবে।

 

কেন্দ্রীয় অর্থমন্ত্রকের একটি টুইটে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অন্তর্গত ২২ এপ্রিল ২০২০ পর্যন্ত ২২ কোটি ৬৬ লক্ষ মানুষকে বিনামূল্যে রান্নার গ্যাস দেওয়া হয়েছে। এই রান্নার গ্যাস বিনামূল্যে পেতে হলে আপনাকে যে জিনিসগুলি করতে হবে, সেগুলি জেনে নিন।

রান্নার গ্যাস বিনামূল্যে পাবার জন্য নিজের মোবাইল নম্বর রেজিস্টার করতে হবে।

আর মনে রাখবেন তিন মাসে ৩ টি রান্নার গ্যাস পাওয়া যাবে। অর্থাৎ প্রতি মাসে ১ টি করে। যাদের ৫ কিলোর সিলিন্ডার সেক্ষেত্রে তারা ৩ মাসে মোট ৮ টি সিলিন্ডার পাবেন।

Related Articles

Back to top button