Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

প্রথম দিনেই দর্শকদের মন জিতে নিল ফুকরে ৩, এত কোটি টাকার সাথে করলে ওপেনিং

Updated :  Saturday, September 30, 2023 11:55 AM

বলিউডের জনপ্রিয় ফিল্ম সিরিজ ফুকরের তৃতীয় ছবি ফুকরে তিন প্রেক্ষাগৃহে ইতিমধ্যেই হিট হয়ে গিয়েছে। এই সিরিজের দুটি ছবি এখনো পর্যন্ত হয়েছে সুপারহিট। তাই এমন পরিস্থিতিতে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই সিরিজের তৃতীয় ছবির জন্য। আরো একবার এই ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন বরুণ শর্মা, পুলকিত সম্রাট, রিচা চাড্ডা এবং পঙ্কজ ত্রিপাঠি। সমালোচকদের দ্বারাও বেশ প্রশংসিত হয়েছে ফুকরে ৩। জানা যাচ্ছে, এই ছবির বাজেট মোটামুটি ৪০ কোটি টাকা। তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথম দিনে এই ছবিটি কত টাকা আয় করল।

বক্স অফিসে রিপোর্ট অনুযায়ী প্রথম দিনেই ৮ কোটি টাকা আয় করে ফেলেছে ছবিটি। সকাল এবং বিকেলের টিকিট বুকিং এর উপর ভিত্তি করে জানা যাচ্ছে এই ছবিটি ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেক বাণিজ্য বিশেষজ্ঞ বিশ্বাস করছেন, এই ছবিটি আগামী সময়ে আয় বৃদ্ধি করতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি ২০১৩ সালে প্রেক্ষাগৃহে ফুকরে ছবিটি মুক্তি পেয়েছিল। ২০১৮ সালে ফুকরে রিটার্নস ছবিটি মুক্তি পায়। দুটি ছবি এখনো পর্যন্ত বক্স অফিসে সুপারহিট হয়েছে।

এই সিরিজের প্রত্যেকটি ছবির পরিচালনা করেছেন মৃগদীপ সিং লাম্বা। জানা যাচ্ছে ফুকরে ৩ ছবিতে বরুণ পুলকিত এবং মঞ্জোত একটা নতুন জীবন শুরু করছেন। আগের জীবন থেকে বেরিয়ে এসে তারা নতুন করে নিজেদের জীবন শুরু করলেও এখনও পর্যন্ত তাদের হাতে সাফল্য আসেনি। অন্যদিকে, এখানে কিন্তু একটা নির্বাচনের গল্প রয়েছে। জানা যাচ্ছে, রিচা চাড্ডার চরিত্রটি অর্থাৎ ভলি পাঞ্জাবান এবং পুল্কিত সম্রাট অর্থাৎ হানি নির্বাচনে একে অপরের মুখোমুখি হয়েছেন। দেশি কমেডি ফ্রাঞ্চাইজি হিসেবে এই ছবিটি অবশ্যই আপনার মন কেড়ে নেবে। ভোটের লড়াইয়ে রিচা এবং পুলকিতের মুখোমুখি হবার পরই একের পর এক চমক ধরানো ঘটনা ঘটবে, যা দেখে দর্শকরা রীতিমতো হেসে লুটোপুটি খাবেন। মনে করা হচ্ছে তরুণ প্রজন্মকে প্রেক্ষাগৃহে বেশ ভালোভাবেই টানতে পারবে এই ছবিটি।