Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Ameesha Patel : গদরের ‘নায়িকা’ বিকিনিতে এমন পোজ দিয়েছেন, দেখুন অভিনেত্রীর চোখ ধাঁধানো ছবি

Updated :  Tuesday, June 13, 2023 7:55 PM

বয়স ৫০ ছুঁই ছুঁই, এখনও হট ফিগারে মাত দিচ্ছেন গদর খ্যাত অভিনেত্রী আমিশা প্যাটেল (Ameesha Patel). একটা সময় বলিউডে পা রেখেই দর্শকদের মন ছিনিয়ে নেন, কিন্তু, আচমকা বিদায় নেন সিনে ইন্ডাস্ট্রি থেকে। এরপর বড় পর্দা থেকে হারিয়ে গেলেও সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ আমিশা, মাঝে মধ্যেই বোল্ড ছবি পোস্ট করে উত্তেজনার পারদ চড়িয়ে দেন তিনি।

Ameesha Patel : গদরের 'নায়িকা' বিকিনিতে এমন পোজ দিয়েছেন, দেখুন অভিনেত্রীর চোখ ধাঁধানো ছবি

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এতটাই শক্ত ও ওপেন প্ল্যাটফর্ম যে এখানে যে কেউ এসে নিজের পরিচিতি তৈরি করতে পারেন। সেলিব্রিটিরা বিশেষ করে সোশ্যাল মিডিয়া নিয়ে আজকাল বেশি সিরিয়াস। তাদের কাছে প্রচারের বা বিজ্ঞাপনের অন্যতম মাধ্যম সোশ্যাল মিডিয়া। ঠিক এই কারণে, আমিশা সিনে ইন্ডাস্ট্রিতে না থেকেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থেকে দর্শকদের স্মৃতিতে জায়গা করে রেখেছেন।

Ameesha Patel : গদরের 'নায়িকা' বিকিনিতে এমন পোজ দিয়েছেন, দেখুন অভিনেত্রীর চোখ ধাঁধানো ছবি

সম্প্রতি, তাঁর সোশ্যাল মিডিয়া পেজে শুধুই ‘গদর ২’ এর প্রচার চলছে। প্রায় দুই দশক পর গদর এর সিক্যুয়েল মুক্তি পেতে চলেছে। আগামী ১১ ই আগস্ট মুক্তি পাবে ‘গদর: এক প্রেম কথা’র সিক্যুয়েল। অধীর অপেক্ষায় আছে দর্শকরা।

Ameesha Patel : গদরের 'নায়িকা' বিকিনিতে এমন পোজ দিয়েছেন, দেখুন অভিনেত্রীর চোখ ধাঁধানো ছবি

২২ বছর আগে আমিশা যেই মিষ্টি লুক নিয়ে দর্শকদের মন জয় করেন, সেই আমিশা এখনও পুরোটাই আলাদা। দিনদিন তার যৌবন আর গ্ল্যামার ঠিকরে বেরোচ্ছে। প্রায় সময় বোল্ড ছবি পোস্ট করে দর্শকদের মাতিয়ে রাখেন তিনি। দেখুন অভিনেত্রীর কিলিং লুকের কিছু ছবি।

Ameesha Patel : গদরের 'নায়িকা' বিকিনিতে এমন পোজ দিয়েছেন, দেখুন অভিনেত্রীর চোখ ধাঁধানো ছবি