দেশনিউজ

দিল্লির দূষণ সংক্রান্ত বৈঠকে হাজির থাকলেন না গম্ভীর, কেজরিওয়ালের তীব্র কটাক্ষ

Advertisement

দিল্লিতে দূষণ এক জটিল আকার ধারণ করেছে। দিল্লির এই দূষণ নিয়ে চিন্তিত গোটা রাজনৈতিক মহল। গতকাল দিল্লির দূষণ নিয়ে সামগ্রিক আলাপ আলোচনার জন্য এক বৈঠকের ডাক দিয়েছিলো সংসদীয় স্ট্যান্ডিং কমিটি। বৈঠকে গতকাল পূর্ব দিল্লির বিজেপি সংসদ গৌতম গম্ভীর উপস্থিত না থাকায় আম আদমি পার্টির তীব্র কটাক্ষের মুখে পড়লেন তিনি।

গতকাল, শুক্রবার দূষণ সম্পর্কিত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির আয়োজিত বৈঠকে আমন্ত্রিত ৩০ জন প্রতিনিধির মধ্যে উপস্থিত ছিলেন মাত্র ৪ জন। বিজেপি সংসদ জগদম্বিকা পাল, সিআর পাতিল, আম আদমি পার্টির সংসদ সঞ্জয় সিংহ এবং ন্যাশনাল কনফারেন্সের হাসনাইন মাসুদি ছাড়া আমন্ত্রিত প্রতিনিধির কেউই এই বৈঠকে উপস্থিত ছিলেন না। যার কারণে বৈঠকের তারিখ পিছিয়ে দেওয়া হয়। এদিন মথুরার বিজেপি সংসদ হেমা মালিনী এবং পূর্ব দিল্লির বিজেপি সংসদ গৌতম গম্ভীর আমন্ত্রিত থাকলেও উপস্থিত থাকেননি দুজনই। অনুপস্থিতির কারণে আপ এর তোপের মুখে পড়েন গম্ভীর।

এদিন ইন্দোরে ভারত বনাম বাংলাদেশের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল। এবং সেই ম্যাচে ভিভিএস লক্ষ্মণ এবং যতীন সপ্রুর পাশাপাশি ধারাভাষ্যকারের ভূমিকা পালন করতে দেখা যায় প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরকে। এছাড়া ধারাভাষ্যের মাঝে জিলিপি খাওয়া ছবি ভিভিএস লক্ষ্মণ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে গৌতমের বৈঠকে অনুপস্থিতিকে ঘিরে আপ তীব্র কটাক্ষ করে বলেন, “দিল্লির দূষণ নিয়ে যে আলোচনা হবে তা সপ্তাহ খানেক আগে সংসদীয় স্ট্যান্ডিং কমিটি সবাইকে জানিয়ে দিয়েছিলো। তার পরেও বৈঠকে উপস্থিত না থেকে ইন্দোরে আনন্দ করছেন গম্ভীর।”

অরবিন্দ কেজরিওয়ালের এই আক্রমণের প্রত্যুত্তরে পাল্টা জবাব দেন গৌতম। তিনি বলেন, “আমি আমার কেন্দ্রের মানুষ এবং আমার শহরের মানুষের কাছে যে প্রতিশ্রুতি করেছি তা আমার কাজের মধ্য দিয়ে বিচার করবে জনগণ। বিগত ৬ মাসে আমি সমাজে মহিলাদের সুযোগ সুবিধা দেওয়া থেকে বিনামূল্যে খাওয়ার বিতরণ সমস্ত প্রকার কাজের মাধ্যমে জনগনকে বুঝিয়েছি যে আমাকে দেওয়া ভোট ব্যর্থ যায়নি। আমি শহরের যা করেছি বিগত ৪ বছরে তার ১ শতাংশ কাজ হয়নি। যদি আমাকে গালাগাল দিলে দিল্লির দূষণ কমে, তাহলে আপনি মন খুলে তা করতে পারে।”

Related Articles

Back to top button