Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ইরোটিক দৃশ্যে ভরা এই নতুন ওয়েব সিরিজ, ভুলেও ঘরের লোকেদের সামনে দেখবেন না, ট্রেলার দেখুন (Updated)

Updated :  Friday, July 5, 2024 1:42 PM

এখনকার দিনে ভারতে বেশ কয়েকটি এমন প্লাটফর্ম তৈরি হয়েছে যেখানে আপনি প্রতিদিন নতুন নতুন ইরোটিক কন্টেন্ট দেখতে পারছেন। এরকম একটি প্লাটফর্মের ব্যাপারে বলতে গেলে সেটা হল উল্লু। যারা এই ধরনের কনটেন্ট দেখতে পছন্দ করেন তাদের জন্য সবথেকে ভালো প্ল্যাটফর্ম হলো এটি। এখানে নতুন নতুন কনটেন্ট প্রতিদিন লঞ্চ হতে থাকে এবং বিভিন্ন ধরনের ইরোটিক কন্টেন্ট আপনারা দেখতে পান এখানে। সম্প্রতি এই প্লাটফর্মে মুক্তি পেয়েছে একটি নতুন ওয়েব সিরিজ যার নাম দেওয়া হয়েছে গরম মসালা। এই নতুন ওয়েব সিরিজে অভিনয় করেছেন পিহু জয়সওয়াল, আলিনা সেন এবং পূজা সিনহা। সমীর সেলিম খান পরিচালিত এই নতুন ইরোটিক ওয়েব সিরিজে এক বয়স্ক দম্পতির কাহিনী আপনারা জানতে পারবেন।

উল্লুতে এসে গেল নতুন ওয়েব সিরিজ গরম মসালা

এই প্লাটফর্মের নির্মাতারা সম্প্রতি একটি নতুন কামোত্তেজক অফিশিয়াল ট্রেলার ড্রপ করেছেন এই নতুন ওয়েব সিরিজের যা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে উঠেছে। এই ট্রেলার এর শুরুতে দেখা যাচ্ছে একজন দম্পতি হাউস হান্টিং করছেন এবং বাড়ি খুঁজতে খুঁজতে তারা একটি বিশাল বাংলোতে পৌঁছে গিয়েছেন। সেখানে একজন বয়স্ক লোক তাদের জানিয়েছে যে এই বাড়িটি ভাড়া দেওয়া হবে এবং খুব সস্তায় বাড়িতে পাওয়া যাবে। সেটা শুনে তারা দুজন অত্যন্ত অবাক হয় এবং পাশাপাশি বেশ খুশিও হয়। তারা দ্রুত বাড়িটি ভাড়া নিয়ে নেয়। কিন্তু এখানেই লুকিয়ে থাকে একটা ফাঁদ। পরবর্তী দৃশ্যে দেখা যায়, বয়স্ক লোকটি তার স্ত্রীকে ডেকে জানায় যে সে একটি যুবক দম্পতিকে ফাঁদে ফেলেছে, যার উত্তরে সে বলে, “দারুণ! আমি সন্ন্যাসীর কাছ থেকে পাউডার (গরম মসলা)ও নিয়েছি।”

একের পর এক ইরোটিক দৃশ্য রয়েছে এই ওয়েব সিরিজে

ট্রেলারে দেখা যায় যে, বয়স্ক মহিলা যুবতীর খাবারে একটি বিশেষ পাউডার মেশাচ্ছেন যা একটি বিভ্রম তৈরি করে যার পরে সে তার যুবতী স্বামীর মুখ ওই বৃদ্ধের শরীরে দেখতে পায়। এরপরেই সেই বৃদ্ধ শারীরিক মিলনের জন্য তাকে ঘরে নিয়ে যায়। অন্যদিকে, মহিলাটি এরপর এই একই পাউডার মিশিয়ে দেয় ওই ছেলেটির খাবারে এবং তারপর ঐ বৃদ্ধা মহিলা ওই যুবকটির সঙ্গে শারীরিক মিলন করেন।