LPG Gas: রান্নার গ্যাস নিয়ে বড় ঘোষণা, এই কার্ড থাকলে মাত্র ৪৫০ টাকায় মিলবে গ্যাস
বিজেপি ও তৃণমূল তাদের ইস্তেহার নিয়ে ইতিমধ্যেই মাঠে নেমেছে
ইতিমধ্যেই সারা ভারতে শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন। এই নির্বাচনেও ফেভারিট বিজেপি থাকলেও, অন্যান্য রাজনৈতিক দলগুলিও নিজেদের পূর্ণ ক্ষমতা প্রদর্শন করতে পিছপা থাকছে না। এই নির্বাচনে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ইস্তেহার নিয়ে মানুষের সামনে হাজির হয়েছে। কিছুদিন আগেই পশ্চিমবঙ্গে প্রকাশিত হয়েছে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহার। ইশতেহার বলে বিষয়টাকে ভুল বলা হবে, বরং এক্ষেত্রে তৃণমূল একটি পত্র প্রকাশ করেছে যেখানে তারা দশটি শপথ গ্রহণ করেছে। এই বিশেষ পত্রকে বলা হয়েছে দিদির শপথ। তৃণমূল ভবনে দিদির শপথ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর এই শপথের একটি বিশেষ উল্লেখযোগ্য বিষয় নিয়েই এখন ভারতে শুরু হয়েছে শোরগোল।
তৃণমূল তাদের শপথ পত্রে ঘোষণা করেছে, যদি তৃণমূল ভারতে ক্ষমতায় আসে তাহলে ভারতের গরিবদের বিনামূল্যে দশটি করে রান্নার গ্যাস দেওয়া হবে। যদি ভারতে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, তাহলে তৃণমূল সরকার গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে এবং সাথে সাথে তৃণমূল কংগ্রেস এই ঘোষণা অনুযায়ী কাজ করবে বলেও জানানো হয়েছে। তৃণমূল জানিয়েছে, শুধুমাত্র বিপিএল গ্রাহকরাই এই বিশেষ প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন। একেবারেই দারিদ্র্যসীমার নিচে, তারাই দশটা করে সিলিন্ডার একেবারে বিনামূল্যে পাবেন।
এখানে উল্লেখযোগ্য বিষয়টি হলো, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাতেও কিন্তু এরকমই একটা প্রতিশ্রুতি দেওয়া হয়ে থাকে। এই যোজনার মাধ্যমেও কিন্তু দারিদ্র্যসীমার নিচে থাকা মহিলারা বিনামূল্যে সিলিন্ডার পেয়ে থাকেন। তবে বিষয়টা হলো, তৃণমূলের শপথ পত্রে ১০টি সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে, কিন্তু উজ্জ্বলা যোজনা তে সিলিন্ডারে ডিসকাউন্ট পাওয়া যায়, সিলিন্ডার একেবারে বিনামূল্যে পাওয়া যায় না। যাদের বাড়িতে গ্যাস সিলিন্ডার ও ওভেন রয়েছে, তাদেরকে এখন প্রতি মাসে ৮৫০ টাকা করে গ্যাস সিলিন্ডার কিনতে হয়। দারিদ্র সীমার নিচে থাকা মানুষদের জন্য বিষয়টা খুব একটা সহজ নয়। তৃণমূলের এই ঘোষণা নিচে থাকা মানুষদের অনেকটা সুবিধা দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে, আবার বিজেপির ঘোষণা যদি তারা ক্ষমতায় আসে তাহলে তারা গরিবদের মাত্র ৪৫০ টাকায় গ্যাস দেবে এই উজ্জ্বল যোজনার অধীনে।