ব্যবসা-বানিজ্য ও অর্থনীতিদেশনিউজ

Gas Cylinder: এই রাজ্যে চালু হল মহিলাদের জন্য দারুন স্কিম, মিলবে মাত্র ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার

হরিয়ানা রাজ্যের মহিলাদের জন্য হর ঘর গৃহিণী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি

Advertisement
Advertisement

হরিয়ানার মুখ্যমন্ত্রী শ্রী নয়াব সিং সাইনি হরিয়ালি তিজ উপলক্ষে হরিয়ানার মহিলাদের জন্য একটা উপহার নিয়ে এসেছেন। রাজ্যের ৫০ লক্ষ অন্ত্যদ্যয় যোজনাভুক্ত পরিবারকে ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। জিন্দ জেলায় আয়োজিত হরিয়ালী তিজের রাজ্যস্তরের সম্মেলনে মুখ্যমন্ত্রী এই প্রকল্প শুরু করেছেন বলে জানা যাচ্ছে। ১২ ই আগস্ট ২০২৪এ চালু হওয়া এই অনলাইন পোর্টাল চন্ডিগড় থেকে চালু করা হয়েছে। এই পোর্টালের নাম দেওয়া হয়েছে হর ঘর গৃহিণী যোজনা। এই পোর্টালের অধীনে পঞ্চাশ লক্ষ বিপিএল পরিবারকে মাত্র ৫০০ টাকায় গ্যাস সরবরাহ করা হবে। এই প্রকল্পের জন্য গ্রাহকরা হরিয়ানা epds এর ওয়েবসাইটে গিয়ে লগইন করতে পারেন। এই সুবিধা নিতে হলে আপনাকে অবশ্যই কিছু তথ্য জমা দিতে হবে ওয়েবসাইটে। যোগ্য গ্রাহকরা ১ বছরে ১২ টি সিলিন্ডার পেয়ে যাবেন এবং ৫০০ টাকার অতিরিক্ত বাকি টাকা ভর্তুকি হিসেবে দেওয়া হবে। প্রতি মাসে তাদের একাউন্টে জমা করা টাকা আসার পরে তাদের মোবাইলে এসএমএস করে দেওয়া হবে। চলুন তাহলে এই নতুন প্রকল্পের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisement
Advertisement

জেনে নিন এই প্রকল্পের ব্যাপারে

হরিয়ানার এই হরঘর গৃহিণী প্রকল্প মূলত মহিলাদের জন্য চালু করা হয়েছে যারা বিপিএল তালিকাভুক্ত। ৫০০ টাকায় আপনারা পেয়ে যাবেন একটি করে সিলিন্ডার। অতিরিক্ত টাকা ডিরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনার একাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। এই প্রকল্পের হরিয়ানা সরকার সুবিধাভোগীদের সুবিধা দেবার জন্য বার্ষিক ১,৫০০ কোটি টাকা খরচ করবে। তবে এর জন্য কিছু যোগ্যতা আপনাকে পূরণ করতে হবে। আপনাকে অবশ্যই হরিয়ানার বাসিন্দা হতে হবে এবং আপনার পারিবারিক বার্ষিক আয় এক লক্ষ আশি হাজার টাকার কম হতে হবে। আবেদনকারীর পরিবারে কোনো সদস্য সরকারি চাকরিতে অন্তর্ভুক্ত থাকা উচিত নয়। তবে কিন্তু আপনারা এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারেন।

Advertisement

কোন কোন নথি লাগবে আবেদন করতে?

এই প্রকল্পের জন্য আবেদন করতে হলে আপনার নিজের পরিচয় পত্র, পারিবারিক পরিচয় পত্র, পারিবারিক বার্ষিক আয়ের শংসাপত্র, আধার কার্ড, রেশন কার্ড, হরিয়ানার বাসিন্দা সার্টিফিকেট, গ্যাস সিলিন্ডার এজেন্সির বই, পাসপোর্ট সাইজের ছবি, ব্যাংক একাউন্ট এবং মোবাইল নম্বর লাগবে।

Advertisement
Advertisement

কিভাবে করবেন আবেদন?

প্রথমে আপনাকে হর ঘর গৃহিণী যোজনার ওয়েবসাইটে যেতে হবে। আপনাকে রেজিস্ট্রেশন ফর্ম অপশনে ক্লিক করতে হবে। এরপরে আপনার কাছে আপনার ফ্যামিলি আইডি জানতে চাওয়া হবে। সেখানে আপনাকে ইয়েস বাটনে ক্লিক করে এগিয়ে যেতে হবে।

এরপরে আপনাকে পরিবার পেহচান পত্র আইডি এবং ক্যাপচা কোড লিখতে হবে। এরপরে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে, আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। প্রবেশ করতে হবে এবং লগইন করতে হবে।

এরপরে শেষ ধাপ, এখানে আপনাকে একটি রেজিস্ট্রেশন ফরম পুরোপুরি ভাবে ফিলাপ করতে হবে। ফর্মে যে জায়গায় যে তথ্য চাওয়া হয়েছে, সেই তথ্য আপনাকে লিখতে হবে এবং সঠিকভাবে সেই তথ্যের সাথে সম্পর্কিত ডকুমেন্ট আপলোড করতে হবে। এরপরে, আপনাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে এবং ফর্মটি জমা দিতে হবে। ফরম জমা দেওয়ার পরে আপনার নির্দিষ্ট মোবাইল নম্বরে একটি এসএমএস আসবে। কিছুদিন পরে যখন আপনি প্রথম সিলিন্ডার বুক করবেন, তারপর থেকেই আপনার ব্যাংক একাউন্টে অতিরিক্ত টাকা আসতে শুরু করবে।

Related Articles

Back to top button