প্রীতম দাস : আবারো মূল্যবৃদ্ধি রান্নার গ্যাসের। অর্থনৈতিক মন্দা নিয়ে যখন দেশ এর প্রতিটি মানুষের নাভিশ্বাস উঠছে। ঠিক সেই সময় ভর্তুকিহীন রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি মানুষের কপালে চিন্তার ভাঁজ বাড়ালো। ইন্ডিয়ান অয়েল করপোরেশন এর অনুসার , ভর্তুকিহীন রান্নার গ্যাসের (১৪.২ কিলো) দাম ৭৬.৫ টাকা বৃদ্ধি হয়ছে।
রাজধানী দিল্লিতে ১৪.২ কিলোগ্রাম ওজনের ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়ে ৬৮১.৫০ টাকা হয়ছে অথচ কিছুদিন আগেই এই গ্যাস সিলিন্ডারের দাম ৬০৫ টাকা ছিল।
কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের(১৯কিলো) দাম ১১৯ টাকা বৃদ্ধি পে। বর্তমানে নয়াদিল্লির দোকানদার দের ১২০৪ টাকায় কমার্শিয়াল সিলিন্ডার ক্রয় করতে হবে এখন থেকে , যা কিছুদিন আগে ১০৮৫ টাকা মূল্যে পাওয়া যেত।
কলকাতাতে ১৪.২ কিলো ওজনের সিলিন্ডারের দাম ৭০৬ , মুম্বাইতে ৬৫১ ও চেন্নাইতে ৬৯৬ টাকায় পাওয়া যাবে। তবে বলাবাহুল্য , ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি হয়নি। ১ লা নভেম্বর সারা দেশ জুড়ে নতুন দাম কার্যকর হবে।