নিউজপলিটিক্সরাজ্য

জিয়াগঞ্জ কান্ড নিয়ে গম্ভীর সরাসরি তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে! ঠিক কি বললেন? জেনে নিন

Advertisement

বিনোদ পাল : মুর্শিদাবাদের জিয়াগঞ্জে শিক্ষক বন্ধুপ্রকাশ পাল, তাঁর স্ত্রী এবং আট বছরের সন্তানকে দশমীর রাতে নির্মমভাবে হত্যা করা হয়। তারই প্রভাব এখন চরম পর্যায়ে।এই হত্যাকান্ডের বিরুদ্ধে এরপর মুখ খুললেন প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি নেতা গৌতম গম্ভীর।তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে তীর বিঁধলেন।

এদিন ফেসবুকে গম্ভীর এক বিস্ফোরক ভঙ্গিতে পোস্ট করেছেন যে, “আট বছরের পুত্র সমেত গোটা পরিবারকে অমানবিক, নৃশংসভাবে হত্যা করা হল। বাংলার আইন প্রশাসনের এতটাই অবনতি ঘটেছে যে কোনও কিছুর তোয়াক্কা না করেই হত্যালীলা চালানো হচ্ছে। আশা করি, আরএসএস সংস্রবের কারণে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয় দোষীদের শাস্তি দেওয়া থেকে বিরত থাকবেন না।”তবে তৃণমূলের দাবি, এটি কোনওভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়।বিজেপি মানুষকে ভুল বোঝাচ্ছে।

কিন্তু, বিজেপি এরইমধ্যে মৃত শিক্ষক বন্ধুপ্রকাশ পাল তাদের সক্রিয় দলীয় কর্মী ছিল বলে ঘোষণা করেছে। এছাড়াও রাজ্যপাল স্বয়ং বলেছেন এই ঘটনা রাজ্যের জন্য রীতিমতো উদ্বেগজনক। রাজ্যের আইন শৃঙ্খলার অবনতিরই ছবিই স্পষ্ট ফুটে উঠছে এই ঘটনার মাধ্যমে। শুধু এই নয় ,রাজ্যের স্বরাষ্ট্র দফতর থেকে রিপোর্টও চেয়ে পাঠানো হয়েছে রাজ্যপালের পক্ষ থেকে।

তবে, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এ বিষয়ে রাজ্যপালকে “রাজনৈতিক মন্তব্য” করা থেকে বিরত থাকার ‘পরামর্শ’ দিয়েছেন।বিজেপি যে এই ঘটনাকেই হাতিয়ার করে পথে নামতে চলেছে, তা কিন্তু গম্ভীরের বক্তব্য থেকে কিছুটা আঁচ পাওয়া যাচ্ছে।তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলেন সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে।

Related Articles

Back to top button