Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই! অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন কোরিওগ্রাফার ‘গীতা মা’

Updated :  Wednesday, May 19, 2021 9:08 AM

বর্তমানে বলিউড এবং বলিউড জুড়ে চলছে বিয়ের মরশুম। এই সময় বহু তারকা বিয়ের পিঁড়িতে বসছেন। সবার বিবাহের গুঞ্জনের মাঝেই এবারে বিবাহের গুঞ্জন ছড়ালো ডান্স রিয়েলিটি শোয়ের পরিচিত মুখ গীতা কাপুর এর ব্যাপারে। পঞ্চাশ ছুঁই ছুঁই হলেও এখনো পর্যন্ত সিঙ্গেল রয়েছেন এই জনপ্রিয় কোরিওগ্রাফার।

তবে এবারে সোশ্যাল মিডিয়াতে তিনি একটি নতুন ছবি পোস্ট করেছেন যেখানে তিনি একটি লাল রঙের অনারকালি সুট পরে রয়েছেন। এবং তার মাথায় দেখা যাচ্ছে সিঁদুরের ছোঁয়া। সেখান থেকেই নেটিজেনদের প্রশ্ন, তাহলে কি এবার সত্যি সত্যি বিয়ে করে ফেলেন গীতা কাপুর ওরফে গীতা মা? একেবারে নব বধু সাজে ইনস্টাগ্রামের এই পোস্টে ধরা দিয়েছিলেন গীতা কাপুর। বর্তমানে তার অনুরাগীদের পাশাপাশি, নেটিজেনদের মধ্যে গীতা কাপুর এর বিবাহের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

যদিও, এই ধোঁয়াশা এবং জল্পনার পরেই খোদ এই নিয়ে মুখ খুললেন গীতা। তিনি বললেন, যদি তিনি কখনও বিয়ে করেন তাহলে স্পষ্ট ভাবে তিনি সেই কথা সকল কে জানাবেন। এছাড়াও তিনি জানিয়ে দিলেন, কিছুদিন আগে তিনি মাকে হারিয়েছেন, ফলে এখনি বিয়ে করার কোন প্ল্যানিং নেই তার।

তবে এই সিঁদুর পরার কারণ ব্যাখ্যা করে দিয়েছেন তিনি। নেটিজেনদের উদ্দেশ্যে গীতা কাপুর এর বক্তব্য, “আমি ওটা মাথায় সিঁদুর পরেছিলাম, কিন্তু সেটা কোন বিবাহের জন্য নয়, বরং সেটা হল ডান্স রিয়েলিটি শো সুপার ডান্সার এর পরবর্তী লুক। পরবর্তী এপিসোডে আমরা এভারগ্রীন নায়িকাদের ট্রিবিউট দেবো, আর আমি ট্রিবিউট দিচ্ছি রেখাজিকে। তাই রেখাজির মত সাজগোজ করেছিলাম।”