Today Trending Newsডিফেন্স

দেশের নতুন সেনাপ্রধান হলেন জেনারেল মনোজ মুকুন্দ নারভানে

Advertisement

জেনারেল মনোজ মুকুন্দ নারভানে মঙ্গলবার সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিলেন। গতকাল সেনাপ্রধান হিসেবে দায়িত্ব শেষ হয় জেনারেল বিপিন রাওয়াতের। তারপরই আজ দায়িত্ব নিলেন মনোজ মুকুন্দ নারভানে। জেনারেল নারভানে সেনাবাহিনী প্রধানের দায়িত্ব নেওয়ার আগে সেনাবাহিনীর উপ-প্রধানের দায়িত্ব পালন করেছেন। জেনারেল নারভানে তাঁর ৩৭ বছরের চাকরি জীবনে জম্মু ও কাশ্মীর ও উত্তর-পূর্বের শান্তি এবং সক্রিয় সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন।

সেনাবাহিনীর উপপ্রধান হিসাবে নিযুক্ত হওয়ার আগে জেনারেল নারভানে সেনাবাহিনীর পূর্ব কমান্ডের নেতৃত্বে ছিলেন যা চীনের সাথে ভারতের প্রায় ৪,০০০ কিলোমিটার সীমান্তে মোতায়েন থাকে। জেনারেল বিপিন রাওয়াত দেশের প্রথম চিফ ডিফেন্স স্টাফ ঘোষিত হয়েবহেন গতকালই, তারই উত্তরসূরি হিসেবে আজই জেনারেল মনোজ মুকুন্দ নারভানের নাম ঘোষিত হল।

আরও পড়ুন : নাগরিকত্ব আইন বাতিল না হলে, কলকাতা বিমানবন্দর অবরোধের হুমকি মুসলিম সংগঠনের

মঙ্গলবার সকালে বিদায়ী সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতকে গার্ড অফ ওনার দেওয়া হয় সেনার তরফে। বিদায়ী সেনাপ্রধান নতুন সেনাপ্রধানকে অভিনন্দন জানিয়ে বলেছেন, আমি আত্মবিশ্বাসী নতুন সেনাপ্রধান সেনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।

Related Articles

Back to top button