Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

স্ত্রীর সামনে প্রীতির হাতে চুমু, বাড়ির এসে কী হল রীতেশের, দেখুন ভিডিও

Updated :  Sunday, March 21, 2021 11:01 AM

জেনেলিয়া ডি’সুজা (Genelia D’souza) এবং রীতেশ দেশমুখ (Riteish Deshmukh)-এর জুটিকে বলিউডে সবাই বলে থাকেন ‘কিউট কাপল’। সত্যিই তাঁরা কিউট। স্টার হয়েও জেনেলিয়া ও রীতেশ ভীষণ ডাউন টু আর্থ। তাঁদের প্রেমটাও শুরু হয়েছিল খুব সাধারণ ভাবে, মুম্বইয়ের মেরিন ড্রাইভে ঘুরতে গিয়ে, নিজেদের পছন্দের পিজ্জা খেতে খেতে। তারপর বাকিটা শুধুই ভালোবাসার জার্নি। যখন অন্য বলিউড কাপলরা নিজেদের প্রতিপত্তি দেখাতে ব্যস্ত থাকেন। তখন জেনেলিয়া ও রীতেশ সুন্দর মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি রীতেশ এবং জেনেলিয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে প্রীতি জিন্টা( preity zinta) -র হাতে চুমু খাওয়ার পর রীতেশ মার খাচ্ছেন জেনেলিয়ার হাতে। ভিডিওটি দেখে নেটদুনিয়ায় পড়ে গিয়েছে হাসির রোল। প্রকৃতপক্ষে ঘটনাটি হলো, 2019 সালের ‘আইফা’ অ্যাওয়ার্ডের পার্টিতে জেনেলিয়া ও রীতেশের সঙ্গে দেখা হয়েছিল প্রীতি জিন্টার। সেখানে প্রীতিকে দেখে জেনেলিয়া প্রথমে সৌজন্যবোধ দেখিয়ে হাসলেও কিছুক্ষণ পরে গম্ভীর হয়ে যান। অপরদিকে রীতেশ তখন প্রীতির হাতে চুম্বন করছেন। পরে জেনেলিয়া ইন্সটাগ্রাম রিল বানানোর সময় এই ঘটনাটির সঙ্গে এডিটের মাধ্যমে জুড়ে দিয়েছেন একটি মজাদার ভিডিও যাতে ‘তেরা নাম লিয়া’ গানের সঙ্গে রীতিমত ঘুষি মেরে রীতেশকে ধরাশায়ী করে দিয়েছেন জেনেলিয়া।

তবে এর পরেই জেনেলিয়া নিজের হ্যান্ড ইনজুরির ছবি শেয়ার করে লিখেছেন, ওড়ার আগে পড়ে গেলে এই অবস্থাই হয়। নিজেদের নেগেটিভ দিককেও পজিটিভ দিকে পরিণত করে রীতেশ ও জেনেলিয়া আরও একবার প্রমাণ করলেন, তাঁরা সত্যিকারের ‘এন্টারটেইনার’।