Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মাত্র ৩৫০ টাকা বিনিয়োগ করে মেয়ের বিয়ের সময় পান ৫২ লাখ টাকা, জানুন স্কিম সমন্ধে বিস্তারিত

Updated :  Saturday, December 17, 2022 11:05 AM

নারীদের পড়াশোনা এবং ভবিষ্যৎ সুনিশ্চিত করতে ভারত সরকার তথা বিভিন্ন রাজ্যের সরকার একাধিক পরিকল্পনা নিয়ে আসছে। প্রত্যেকটি পরিকল্পনার একটাই উদ্দেশ্য যে দেশের অর্ধেক জনসংখ্যাকে নিজের পায়ে দাঁড় করাতে হবে। এরজন্য প্রত্যেক বাবা মাকেও তাঁদের কন্যা সন্তানের জন্য আগে থাকতে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করতে হবে, যাতে মেয়েটির ভবিষৎ সুনিশ্চিত হয়। আজকের এই প্রতিবেদনে আপনাদের এমন এক প্রকল্পের কথা জানাবো, যাতে কম বিনিয়োগ করে কয়েক বছর বাদে অনেকটা রিটার্ন পেতে পারেন।

আপনার মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য সরকার সুকন্যা সমৃদ্ধি যোজনা নামক এক প্রকল্প চালায়। এটি একটি দীর্ঘ মেয়াদী স্কিম। এতে আপনি বার্ষিক ৭.৬ শতাংশ হারে সুদ পাবেন। দীর্ঘ মেয়াদে ৩ গুণ পর্যন্ত রিটার্ন পেতে পারেন। এই স্কিমের মাধ্যমে আপনার মেয়ের পড়াশোনা থেকে শুরু করে বিয়ে করার পর্যন্ত সমস্ত খরচ জোগাড় হয়ে যাবে। এটি অন্যান্য ছোট সঞ্চয় প্রকল্পের তুলনায় অনেক বেশি লাভবান হতে পারে আপনার জন্য।

আপনি যদি প্রতিমাসে ১০ হাজার টাকা করে বিনিয়োগ করেন তাহলে বছরে আপনার বিনিয়োগের পরিমাণ হবে ১ লাখ ২০ হাজার। ১৫ বছর বাদে আপনি মোট বিনিয়োগ করবেন ১৮ লাখ টাকা। এতে ৭.৬ শতাংশ হারে সুদ ধরলে আপনি মোট ১৫ বছর বাদে পাবেন ৫২ লাখ ৭৪ হাজার ৪৫৭ টাকা। বলা যেতে পারে, ১৮৫ শতাংশ রিটার্ন নিশ্চিত। আপনি যদি এই ২০২২ সালে বিনিয়োগ শুরু করেন, তাহলে তা ম্যাচিওর করবে ২০৪৩ সালের মধ্যে। এই সুকন্যা সমৃদ্ধি যোজনায় আপনি প্রতি বছরে সর্বনিম্ন ২৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১.৫০ লাখ টাকা অব্দি বিনিয়োগ করতে পারবেন।