নিউজদেশ

অন্ত্যোদয় রেশন কার্ড থাকলেই পাবেন বিনামূল্যে চিকিৎসা, বড় সিদ্ধান্ত সরকারের

প্রত্যেক অন্ত্যোদয় রেশন কার্ডধারীদের একটি আয়ুষ্মান কার্ড দেওয়া হবে

Advertisement

কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার মাঝে মাঝেই বিভিন্ন জনহিতকারী প্রকল্প আনে সাধারণ মানুষের জন্য। ভোটের আগে হোক কি নির্বাচনী চমকের জন্য প্রায় প্রত্যেক সরকার এরকম প্রকল্প আনতেই থাকে। আসলে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা বিচার করে তাদের উপযুক্ত সুযোগ-সুবিধা দেওয়াই তো এক ভালো সরকারের কাজের নিদর্শন। তবে মাঝে মাঝেই এই সমস্ত প্রকল্পে পরিবর্তন করতে থাকে সরকারগুলি। সম্প্রতি সরকার জনগণকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যা নিয়ে আলোচনা চলছে প্রায় সব মহলেই।

আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে আপনার কাছে অন্ত্যদয় রেশন কার্ড থাকলেই আপনি পেয়ে যাবেন বিনামূল্যের চিকিৎসা। বলা যেতে পারে এটা বড় খবর অন্ত্যদয় রেশন কার্ডধারীদের জন্য। আপনি যদি রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের বিনামূল্যের এই রেশন কার্ড পেয়ে থাকেন তাহলে আপনি এবার থেকে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন যাতে বিনামূল্যেই চিকিৎসা করাতে পারবেন আপনি। আসলে এই স্কিমের সুবিধা নিতে আপনার কাছে থাকতে হবে আয়ুষ্মান কার্ড। এই কার্ড থাকলে একমাত্র অন্ত্যদয় রেশন কার্ডধারীদের বিনামূল্যে চিকিৎসার সুবিধা দেওয়া হবে।

আসলে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেক অন্ত্যদয় রেশন কার্ডধারীদের একটি আয়ুষ্মান কার্ড দেওয়া হবে যার মাধ্যমে তারা বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাবেন। বর্তমানে আসলে কেন্দ্রীয় সরকার এই আয়ুষ্মান কার্ড প্রকল্প ব্যাপকভাবে প্রচার করছে দেশজুড়ে। তাই এবার অন্ত্যদয় রেশন কার্ডধারীদের, আয়ুষ্মান কার্ড দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। আপনাকে এই আয়ুষ্মান কার্ড পাওয়ার জন্য নিকটবর্তী জন সুবিধা কেন্দ্রে পৌঁছে যেতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রত্যেক আয়ুষ্মান কার্ডধারী সরকারি অধিভুক্ত হাসপাতালে একেবারে বিনামূল্যে চিকিৎসা পান। কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে আপনার কাছে অবশ্যই অন্ত্যদয় রেশন কার্ড থাকতে হবে।

Related Articles

Back to top button