করোনার পরে অনেকটাই স্বাভাবিক হয়েছে ভারতের সাধারণ মানুষের জীবন। তবে এই লকডাউনের সবথেকে খারাপ প্রভাব পড়েছে মূলত শিক্ষিত যুবক যুবতীদের ওপর। দীর্ঘ সময় যাবত কোম্পানি বন্ধ থাকার কারণে বেকারত্ব বেড়েছে। তার পাশাপাশি বেশ কিছু কোম্পানি বন্ধ হয়েছে যেগুলি কিনা আগে সচল ছিল। সেই কারণে শিক্ষিত যুবক-যুবতীরা এখন চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন। কেউ কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। সরকারি চাকরিও তেমন একটা নেই বললেই চলে। তাই এবারে এই পরিস্থিতিতে শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য একটা দারুন সুযোগ নিয়ে এলো পূর্ব রেলওয়ে
পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, সম্প্রতি ভারতীয় রেলের পূর্ব রেল শাখায় শূন্যপদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব সহজেই বাড়িতে বসে এই চাকরিতে আবেদন করা যাবে বলে জানিয়েছে পূর্ব রেলওয়ে। ভারতীয় রেলের তরফে করোনার পরে পরে নিয়ে আসা হয়েছে দারুণ সুযোগ। যদি আপনারা চাকরির সন্ধান করতে থাকেন তাহলে এটাই আপনার জন্য শেষ সুযোগ। চলুন দেখে নিন এই চাকরিতে আবেদনের প্রক্রিয়া।
বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতীয় রেলের তরফে মোট ১৮৩২ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। ফিটার, ওয়েল্ডার, মেকানিক পেইন্টার ইলেকট্রিশিয়ান এবং আরো কয়েকটি পদে নেওয়া হবে শিক্ষানবিশ। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ সমস্ত ক্যানডিডেট এর জন্য আবেদন করতে পারবেন। তবে, আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট কাজের উপরে আইটিআই এর একটি ডিগ্রি লাগবে। প্রশিক্ষণ সার্টিফিকেট ছাড়া কিন্তু নিয়োগ করবে না ভারতীয় রেলওয়ে।
২০২৩ সালের ১ জানুয়ারি অনুযায়ী প্রার্থীর বয়স সীমা হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। তপশিলি জাতি এবং উপজাতিদের ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে সাধারণভাবে পাঁচ বছরের ছাড় দেওয়া হয়েছে। অন্যদিকে ওবিসিদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে ৩ বছরের। আপনি ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই আবেদন করতে পারেন। ৯ ডিসেম্বর পর্যন্ত আপনি এই কাজের জন্য আবেদন করতে পারবেন। আপনাদের জানিয়ে রাখি, এই চাকরিটি কিন্তু কোন পার্মানেন্ট চাকরি নয়। যদি আপনি এই চাকরি করেন তাহলে কন্ট্রাক্ট নেবে ভারতীয় রেলওয়ে। তবে অনেক ক্ষেত্রে দেখা গেছে, কন্ট্রাক্ট শেষ হয়ে যাবার পরে স্থায়ী চাকরিতে গ্রহণ করা হয়েছে সেই ব্যক্তিকে। তাই ভারতীয় রেলওয়েতে একবার আপনি নিজের ভাগ্য পরীক্ষা করে দেখতেই পারেন।