বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা আমির খানের এখন কিছুটা খারাপ সময় চলছে। লাল সিং চাড্ডা সিনেমার পরে কয়েকদিনের জন্য বিরতি নিয়েছেন আমির খান। এই ছবিটি বক্স অফিসে একেবারেই জনপ্রিয় হতে পারেনি। আমির খানের বেশ কয়েকটি সিনেমা ফ্লপ গিয়েছে বিগত কয়েক বছরে। সেই কারণে কিছুটা হলেও চাপে রয়েছেন আমির খান নিজেও। শাহরুখ খান যেভাবে কাম ব্যাক করেছেন, সেরকম একটা কাম ব্যাকের অপেক্ষায় রয়েছেন আমির খান। শোনা যাচ্ছে আর এস প্রসন্নের সাথে স্প্যানিশ ফিল্ম ক্যাম্পেওনের হিন্দি রিমেকে কাজ করবেন তিনি। পরবর্তীতে এই প্রজেক্ট আটকে গেলেও, আমির খান সম্প্রতি তার পরবর্তী সিনেমা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন। শোনা যাচ্ছে আমির খান শীঘ্রই তার ব্রেক শেষ করতে চলেছেন। খবর আসছে যে আমির খান তার ২০০৮ সালের ছবি গজনীর সিকুয়েল এর উপরে কাজ শুরু করেছেন। এই ছবিটি খুব শীঘ্রই আসবে বলে মনে করা হচ্ছে।
পিপিং মুনের রিপোর্ট অনুযায়ী, আমির খান কিছুদিন আগে হায়দ্রাবাদে গিয়েছিলেন এবং সেখানে তেলেগু প্রযোজক অল্লু অরবিন্দের সঙ্গে দেখা করেছেন তিনি। তার আসন্ন প্রজেক্ট নিয়ে এই বৈঠক করেছিলেন তিনি। শোনা যাচ্ছে আমির খানের এই পরবর্তী প্রজেক্ট হবে গজনী ২। এমন খবর রয়েছে যে, আমির আগামী বছরের জন্য বড় কিছু পরিকল্পনা করেছেন। অল্লুর সঙ্গে গজনী সিনেমার সিকুয়েল নিয়ে কাজ শুরু করেছেন তিনি।
আমির খান এবং অল্লু অরবিন্দ তিন মাসের মধ্যে দ্বিতীয়বার দেখা করেছেন। এর ফলে বোঝাই যাচ্ছে তারা একে অপরের সাথে কিছু একটা কাজ করছেন। আপাতত এই বিষয়ে আনুষ্ঠানিক কোন তথ্য না আসলেও, গজনী ২ যদি তৈরি হয়, তাহলে সকলের চোখ থাকবে সেই ছবির উপরে। এই ছবির প্রথম পার্ট জনগণ বেশ পছন্দ করেছিল। তাই এই ছবিটি আবারও সুপার হিট হওয়ার সম্ভাবনা রয়েছে। গজনি আমির খানের ক্যারিয়ারের অন্যতম সুপার হিট সিনেমা। সুরিয়া এবং অাসিনের গজনী চলচ্চিত্রের অফিসিয়াল হিন্দি রিমেক ছিল সেই সিনেমাটি যেটি এসেছিল ২০০৫ সালে। তারপরে আমির খান এই ছবিটি করে নতুন ভাবে নিজের ক্যারিয়ার শুরু করেন।
মনে করা হচ্ছে আমির খান শাহরুখ খানের মতোই একটা ব্রেক খুঁজছেন অনেকদিন ধরে। চার বছর বিরতির পর পাঠান নিয়ে যেভাবে ফিরেছেন শাহরুখ খান, তা ছিল শাহরুখ খানের জীবনের সবথেকে বড় টার্নিং পয়েন্ট। ধুম থ্রি করার সময় আমির খান সমর এবং সাহির চরিত্রে কিছু একটা করতে চেয়েছিলেন বলে খবর। আদিত্য চোপড়ার সঙ্গে এই বিষয়ে একটা আলোচনাও করেছিলেন তিনি। এখন আমের একটি এমন স্ক্রিপ্ট খুঁজছেন যাতে তিনি পাওয়ারফুল অ্যাকশন করার সুযোগ পেয়ে যান। আমির খানের শেষ দুটি ছবি থাগস অফ হিন্দুস্তান এবং লাল সিং চাড্ডা বক্স অফিসে ব্যাপকভাবে ফ্লপ করে। এর আগে আমিরের জীবনের সবথেকে ফ্লপ সিনেমা ছিল মঙ্গল পান্ডে: দা রাইজিং।