2017 সালে অফ এয়ার হয়েছে স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক ‘সাথ নিভানা সাথিয়াঁ’। এই ধারাবাহিকটির সম্প্রচার শুরু হয়েছিল 2010 সালে। ধারাবাহিকের মুখ্য চরিত্র গোপী বহুর ভূমিকায় ধারাবাহিকের প্রথমার্ধে অভিনয় করছিলেন জিয়া মানেক (Gia Manek)। তবে পরবর্তীকালে তাঁকে রিপ্লেস করেন দেবলীনা ভট্টাচার্য (Deboleena Bhattacharya)। তবে যথেষ্ট অল্প দিনের মধ্যে গোপী বহুর ভূমিকায় জনপ্রিয়তা অর্জন করেছিলেন জিয়া। এখনও অবধি তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলের কমেন্ট সেকশনে অনেকে তাঁকে গোপী বহু বলেই সম্বোধন করেন। তবে ‘সাথ নিভানা সাথিয়াঁ’ থেকে রিপ্লেস হওয়ার পর জিয়া নিজেকে বিভিন্ন দিকে মেলে ধরেছেন।
একাধিক ব্র্যান্ড এনডোর্সমেন্ট করেন তিনি। এছাড়াও খুব শীঘ্রই বড় পর্দায় কামব্যাক করতে চলেছেন জিয়া। এর আগে 2010 সালে তিনি ‘না ঘর কে না ঘাট কে’ ফিল্মের মাধ্যমে বড় পর্দায় ডেবিউ করেছিলেন। দীর্ঘদিন পর পলাশ মুচ্ছল (Palaash Muchchal) পরিচালিত ফিল্ম ‘কাম চালু হ্যায়’-এ দেখা যাবে জিয়াকে। শেষবার 2022 সালে ছোট পর্দায় স্টার ভারতের ধারাবাহিক ‘তেরা মেরা সাথ রহে’-তে দেখা গিয়েছিল তাঁকে। তবে সোশ্যাল মিডিয়ায় জিয়া যথেষ্ট অ্যাকটিভ। একাধিক ছবি ও ইন্সটাগ্রাম রিল শেয়ার করেন তিনি। সম্প্রতি নজর কেড়েছে জিয়ার কয়েকটি ছবি।

ছবিগুলিতে তাঁর পরনে রয়েছে লাল রঙের অফ শোল্ডার ড্রেস। এটি একটি ফ্লেয়ারড ড্রেস। ড্রেসটির স্লিভ পাফড। ড্রেস জুড়ে রয়েছে সাদা রঙের ফ্লোরাল এমব্রয়ডারি। হালকা মেকআপ করেছেন জিয়া। চোখে ব্যবহার করেছেন কালো কাজল। ঠোঁট রাঙিয়েছেন ন্যুড শেডের লিপস্টিকে। খোলা রয়েছে তাঁর চুল। কাঁধে রয়েছে স্লিং ব্যাগ। দুই কানে রয়েছে সাদা বিডেড ইয়ারিং। বাঁ হাতে রয়েছে সাদা ব্যান্ডের স্মার্ট ওয়াচ। এই ছবিগুলির কারণে নেটিজেনদের একাংশ জিয়াকে ট্রোল করে লিখেছেন, গোপী বহু মোদী পরিবারের অসম্মান করছেন। অনেকে লিখেছেন, গোপী বহু আধুনিক হয়ে উঠেছেন। তবে অনেকে জিয়ার সৌন্দর্যের প্রশংসা করেছেন।
View this post on Instagram














Amanda Seyfried Describes Socialism as ‘A Gorgeous Idea’ While Discussing New Film