Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কোমরে জ্যাকেট বেঁধে এমন পোজ দিলেন জর্জিয়া আন্দ্রিয়ানি, ভক্তরা বলেছেন – ‘এত গরম’

Updated :  Friday, May 19, 2023 9:03 AM

আরবাজ খান বলিউডের অন্যতম জনপ্রিয় একটি নাম। তিনি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা। ভাইজানের ভাই তিনি। তবে ইন্ডাস্ট্রিতে তার যে একটা আলাদা পরিচিতি রয়েছে, তা বলাই বাহুল্য। মালাইকা আরোরার সাথে দীর্ঘ সম্পর্কের পর বিয়ে করেছিলেন তারা। তবে তাদের বিবাহিত জীবনে বিচ্ছেদ ঘটেছে অনেকদিনই। এরপর নতুন করে আবারো সম্পর্কে জড়িয়েছেন দুজনেই। মালাইকা আরোরা আপাতত অর্জুন কাপুরের সাথে চুটিয়ে প্রেম করছেন, সময় কাটাচ্ছেন একান্তে। অন্যদিকে আরবাজ খানও প্রেম করছেন তার সুন্দরী প্রেমিকা জর্জিয়া এন্দ্রেয়ানির সাথে। উল্লেখ্য, তিনি মডেল হওয়ার পাশাপাশি একজন অভিনেত্রীও।

জর্জিয়া এন্দ্রেয়ানি সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে সক্রিয়। তিনি প্রায়ই একাধিক ছবি কিংবা ভিডিও শেয়ার করে থাকেন নেটমাধ্যমে। তিনি যে যথেষ্ট বোল্ড একজন মডেল এবং অভিনেত্রী, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হওয়া একটি ভিডিওর সূত্র ধরেই নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চার আলোয় থাকতে দেখা গিয়েছে আরবাজ প্রেমিকাকে। উল্লেখ্য, ভিডিওটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নজর কেড়েছে নেটজনতার একাংশের। খুব স্বাভাবিকভাবেই ভিডিওতে আরবাজ প্রেমিকার বোল্ড লুক নজর এড়িয়নি। রইল সেই ঝলকই।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে অভিনেত্রীকে জিম পোশাকেই দেখা গিয়েছে এই মুম্বাই শহরের রাস্তায়। এদিন গোলাপি রঙের জিম পোশাকেই দেখা মিলেছিল তার। কোমরে বাঁধা ছিল নীল রঙের হালকা জ্যাকেটও। বিনা মেকাপ লুকে চোখে রোদ চশমা ছিল জর্জিয়ার। এদিন চুলে হস্টেল বেঁধেছিলেন তিনি। পাশাপাশি পায়ে পরেছিলেন হালকা পার্পেল রঙের স্নিকার্সও। পাপারাজিৎদের সামনে দিয়েছিলেন একাধিক পোজও, যার ঝলক রয়েছে ভাইরাল হওয়া ভিডিওতেই। খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে জর্জিয়ার সাম্প্রতিক লুক তাকে পুনরায় মিডিয়ার পাতায় যে চর্চায় নিয়ে এসেছে একাংশের মাঝে, তা আরদাভাবে বলার নয়।