Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral Video: লাল শাড়ি পরে হাতে বিশাল বড় সাপ ধরলেন এই সুন্দরী, ভিডিও দেখে চমকে গেলেন লোকজন

Updated :  Saturday, November 30, 2024 8:03 PM

বর্ষা এলেই বাড়ি বা বাগানে সাপ দেখা সাধারণ ঘটনা। কিন্তু ভয়ানক এই সরীসৃপকে ধরতে এত সাহস দেখিয়েছে এক তরুণী। নিজের হাতে খুব সহজে এই সাপ ধরে সবাইকে চমকে দিয়েছেন এই তরুণী। আর সেই কারণেই তাঁর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একটি লাল শাড়ি পরা সুন্দরী মেয়ে এক বিশাল সাপকে ধরে এমনভাবে ঘুরে বেড়াচ্ছেন যেন সেটি কোনও দড়ি। সাপটির দৈর্ঘ্য মেয়েটির চেয়েও বেশি। তবু মেয়েটি ভয় না পেয়ে সাপটিকে খুব সহজেই ধরে ফেলেছেন।

ইনস্টাগ্রামে ভাইরাল হলো এই ভিডিও

এই ভিডিওটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘সাইবা_১৯’ এ শেয়ার করা হয়েছে। এই অ্যাকাউন্টে প্রায় ১৫ লক্ষ ফলোয়ার রয়েছে। অ্যাকাউন্টটি ঘেঁটে দেখা যায়, মেয়েটি নিয়মিত সাপ ধরার ভিডিও তৈরি করেন। তাঁর অনেক ভিডিওতে লাখ লাখ লাইক রয়েছে। ধারণা করা হচ্ছে, মেয়েটি বিহারের বাসিন্দা।

নেট নাগরিকরা কি বলছেন?

মেয়েটির এই সাহসী ভিডিও দেখে নেটপাড়া তোলপাড় হয়ে উঠেছে। অনেকেই তাঁর প্রশংসা করেছেন, আবার কেউ কেউ এই ধরনের কাজকে বিপজ্জনক বলে মনে করেছেন। তবে, সাপ বিশেষজ্ঞদের মতে, সাপকে নিজে থেকে ধরার চেষ্টা করা খুবই বিপজ্জনক। সাপ কামড়ালে মারাত্মক পরিণতি হতে পারে। তাই সাপ দেখলে সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন বা সাপ উদ্ধারকারী দলকে খবর দেওয়া উচিত।