Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Virat Kohli: ‘মিস ইন্ডিয়া’ থেকে শুরু করে ব্রাজিলিয়ান অভিনেত্রী, দেখুন কত নারীর আবির্ভাব ঘটেছে কোহলির জীবনে

Updated :  Friday, March 10, 2023 7:46 PM

ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি এই মুহূর্তে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচ খেলতে ব্যস্ত রয়েছেন। তবে বর্তমানে তিনি তার ব্যক্তিগত কারণে সোশ্যাল মিডিয়ার নজরে রয়েছেন। গোটা পৃথিবীতে ক্রিকেট জগতে উজ্জ্বল নক্ষত্র বিরাট কোহলির অনুগামীর সংখ্যা নেহাত কম নয়। সেই তালিকায় সবচেয়ে বেশি রয়েছে নারী ভক্তের সংখ্যা। বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে বিবাহ করলেও বিরাটের সাথে নাম জড়িয়েছে একাধিক নারীর। চলুন জেনে নেওয়া যাক, কারা রয়েছেন সেই তালিকায়-

১. জেন ডায়াস: প্রাক্তন ‘মিস ইন্ডিয়া’ জেন ডায়াসের নামের সঙ্গে একদা নাম জড়িয়েছিল ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির। ২০০৭ সালে মিস ইন্ডিয়া নির্বাচিত হওয়া এই নারী বিরাট কোহলিকে মন দিয়ে বসেছিলেন বলে দাবি করা হয়েছিল বিভিন্ন মাধ্যমে। যদিও বিরাট কোহলির চেয়ে বয়সে কয়েক বছরের বড় ছিলেন জেন ডায়াস। তবুও ‘প্রেমে না মানে বয়স’ প্রবাদটি সত্য প্রমাণিত হয়েছিল সেই সময়।
Virat Kohli: 'মিস ইন্ডিয়া' থেকে শুরু করে ব্রাজিলিয়ান অভিনেত্রী, দেখুন কত নারীর আবির্ভাব ঘটেছে কোহলির জীবনে

২. তামান্না ভাটিয়া: দক্ষিণের সুপারস্টার তামান্না ভাটিয়ার সৌন্দর্যে মুগ্ধ হয়নি এমন পুরুষ খুঁজে পাওয়া এক কথায় অসম্ভব। একসময় দক্ষিণের এই অভিনেত্রীর সঙ্গে বিরাট কোহলির প্রেমের খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। ২০১২ সালে এই ঘটনা ঘটলেও দুজনের পক্ষ থেকে কোনরকম মন্তব্য সামনে আসেনি। বর্তমানে তামান্না ভাটিয়া দক্ষিণ ভারতের সিনেমার পাশাপাশি বলিউডেও তীব্র জনপ্রিয়তা অর্জন করেছেন।
Virat Kohli: 'মিস ইন্ডিয়া' থেকে শুরু করে ব্রাজিলিয়ান অভিনেত্রী, দেখুন কত নারীর আবির্ভাব ঘটেছে কোহলির জীবনে

৩. ইজ়াবেল লেইট: শুধুমাত্র ভারতীয় অভিনেত্রীদের প্রেমে পড়েননি বিরাট কোহলি। তার এই তালিকায় রয়েছেন ব্রাজিলের অভিনেত্রী ইজ়াবেল লেইটের নাম। ২০১২ সালে মুক্তি পাওয়া আমির খান ও রানি মুখোপাধ্যায় অভিনীত ‘তলাশ’ ছবিতে অভিনয় করেছিলেন ব্রাজিলের অভিনেত্রী ইজ়াবেল লেইট। সূত্রের খবর, সেই সময় এই ব্রাজিলের অভিনেত্রীর প্রেমে মজেছিলেন বিরাট কোহলি। এক সময় ইজ়াবেল লেইটও স্বীকার করেছিলেন যে, বিরাটের সাথে বছর দুয়েকের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি।
Virat Kohli: 'মিস ইন্ডিয়া' থেকে শুরু করে ব্রাজিলিয়ান অভিনেত্রী, দেখুন কত নারীর আবির্ভাব ঘটেছে কোহলির জীবনে