(Viral Dance) ক্যাটরিনা কাইফের ‘ও আত্তে আ’ গানে টক্কর দিলেন ২ যুবতী, ভিডিওটি লাখ লাখ ভিউ পেয়েছে

খোলা ছাদে এবার বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে সরাসরি টক্কর দিলেন ২ যুবতী। ক্যাটরিনা কাইফের 'ও আত্তে আ' গানে খোলা ছাদে মনমুগ্ধকর পারফরমেন্স করলেন তারা। সম্প্রতি ভারতীয় এই যুবতীদের উত্তপ্ত…

Avatar

খোলা ছাদে এবার বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে সরাসরি টক্কর দিলেন ২ যুবতী। ক্যাটরিনা কাইফের ‘ও আত্তে আ’ গানে খোলা ছাদে মনমুগ্ধকর পারফরমেন্স করলেন তারা। সম্প্রতি ভারতীয় এই যুবতীদের উত্তপ্ত ডান্সের ভিডিওটি ভাইরাল হয়েছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মাধ্যম তথা ইনস্টাগ্রামে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, বলিউডের জনপ্রিয় এই গানে লাল শাড়িতে বোল্ড পারফরম্যান্স করছেন ২ যুবতী। তাদের নাচের প্রতিটি স্টেপ যেন ক্যাটরিনা কাইফের প্রতিদ্বন্দ্বীতার প্রমান দিচ্ছে। তীব্র শীতে উষ্ণতা অনুভব করতে চাইলে এখুনি দেখে নিন ভিডিওটি।